তাইওয়ানে ৭ দশমিক ৪ মাত্রার ভয়াবহ শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অর্ধশত ব্যক্তি।
স্থানীয় সময় বুধবার (৩ এপ্রিল) সকাল ৭:৫৮ মিনিটে হুয়ালিয়েনের প্রায় ১৮ কিলোমিটার দক্ষিণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় কম্পনটি অনুভূত হয়।
That’s absolutely terrifying omg. I never experienced earthquakes, but that must be one hell of a feeling when a big one hits you like this. https://t.co/4Dnd79URx3
— ???????????????????? ???? (@Angeliiiiique) April 3, 2024
ভূমিকম্পের পর দেশজুড়ে সুনামি সতর্কতা জারি করেছিল কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ৭.৪ মাত্রার এই ভূমিকম্পটি উৎপত্তি হুয়ালিয়েনের দক্ষিণ-পশ্চিমের প্রায় ৩৫ কিলোমিটার (২১ মাইল) গভীরে ছিল। তবে তাইওয়ানের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ভূমিকম্পটিকে ৭.২ মাত্রার বলছে।
সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ১৯৯৯ সালে সবচেয়ে ভয়ংকর ভূমিকম্প দেখেছিল তাইওয়ান। তখন ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে দেশটিতে ২ হাজার ৪০০ জনের মৃত্যু হয়েছিল।
Earthquake interrupts live news on @setlivenews in Taiwan this morning. Holy sh*t.https://t.co/lido3A6tWL pic.twitter.com/J3xgI1C4T0
— @mhar4 (@mhar4) April 3, 2024
এসময় আহত হয়েছিলেন আরও এক লাখ মানুষ। ধ্বংস হয়েছিল হাজার হাজার ভবন।
তাইওয়ান প্রশান্ত মহাসাগরে অবস্থিত ‘রিং অব ফায়ার’ এর কাছে অবস্থিত। ‘রিং অব ফায়ার’ হলো প্রশান্ত মহাসাগর অঞ্চল ঘিরে ভূমিকম্পের ত্রুটির রেখা যেখানে বিশ্বের বেশিরভাগ ভূমিকম্প ঘটে থাকে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post