যমজ সন্তান, চেহারায়ও তারা একইরকম। তবে এমন এক ঘটনা ঘটলো, যা চিকিৎসার ইতিহাসে বেশ বিরল। ঘটনা ঘটেছে ইংল্যান্ডে। এক নারী ২২ দিনের ব্যবধানে যমজ সন্তানের জন্ম দিয়েছেন।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইংল্যান্ডের এই গর্ভবতী নারীর নাম কাইলি ডয়েল। কয়েক মাস আগে, ডাক্তাররা তাকে জানিয়েছিলেন যে তিনি যমজ সন্তানের মা হতে চলেছেন।
এই খবর পেয়ে খুবই খুশি হয়েছিলেন তিনি। এরপর সব প্রেগন্যান্সি সংক্রান্ত পরীক্ষার ফলাফলও স্বাভাবিক এসেছিল।
চিকিৎসকেরা তখন জানিয়েছিলেন, দুই শিশুই পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক রয়েছে। গর্ভাবস্থার ২২তম সপ্তাহ পর্যন্ত তিনি কোনো সমস্যার সম্মুখীন হননি। কিন্তু, হঠাৎ একদিন তার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়েছিল।
বিছানা থেকে উঠতেও পারছিলেন না। এরপর কাইলি ডয়েলকে দেরি না করে দ্রুত রয়্যাল ওল্ডহাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তিনিও পাঁচ দিন চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন।
পরে সম্পূর্ণ স্বাভাবিক উপায়ে তিনি প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন। তার প্রথম নবজাতক শিশুটির ওজন ছিল মাত্র ১.১ পাউন্ড এবং সে মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছিল।
এতে খুব মন খারাপ হয়ে গিয়েছিল কাইলির। এরপরই চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন, কয়েক ঘণ্টার মধ্যেই কাইলির পরবর্তী সন্তানের জন্ম হবে।
এরপর কয়েক ঘণ্টা পরেও যখন দ্বিতীয় শিশুর জন্ম হয়নি এবং কাইলি শরীরেও কোনো ব্যথা অনুভব করেছিলেন না। ব্যথা থেকে সম্পূর্ণ মুক্তি পেয়েছিলেন, তখন চিকিৎসকরা তাকে বিশ্রামের জন্য বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন।
এরপর ২২ দিন আসতে না আসতেই, কাইলি আবারও তার পেটে তীব্র ব্যথা অনুভব করতে শুরু করেছিলেন। এ সময় তিনি অন্য একটি হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন।
চিকিৎসকরা সবটা দেখে অবাক হয়েছিলেন যে কীভাবে যমজ সন্তানের জন্মে ২২ দিনের ব্যবধান থাকতে পারে। ডাক্তাররা এটা বিশ্বাস করতে পারছিলেন না।
কাইলি তখন চিকিৎসকদের জানিয়েছিলেন, প্রথম সন্তানের জন্মের পর চিকিৎসকরা তাকে বাড়িতে যেতে বলেছিলেন। কিছু দিন পরে দ্বিতীয় সন্তানের জন্ম হবে বলে জানিয়েছিলেন ওই চিকিৎসকেরা। তাই এই ২২ দিনের ব্যবধান।
পরে কাইলি কোনো ব্যথা অনুভব না করলে চিকিৎসকরা তাকে অবিলম্বে অপারেশনের প্রস্তুতি নিতে বলেছিলেন। চিকিৎসকরা বলেছিলেন যে সন্তানকে সি-সেকশনের মাধ্যমে ডেলিভারি করতে হবে না হলে কাইলিও মারা যাবে।
কারণ, কেইলির প্ল্যাসেন্টা জরায়ুর ভেতরের দেওয়াল থেকে আলাদা হয়ে গিয়েছিল। যার কারণে শিশুটির অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। এরপর, অপারেশনের পর দ্বিতীয় সন্তানের জন্ম হয়।
জন্মের সময় ওই শিশুর ওজন ছিল দুই পাউন্ড এবং বর্তমানে তার বয়স দুই বছর। জন্মের পর, প্রাথমিকভাবে ওই শিশুটির হার্টে একটি ছিদ্র এবং চোখে কিছুটা সমস্যা দেখা দিলেও, পরে এই সমস্যা পুরোপুরি সেরে গেছে বলে জানা গিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post