আউটপাশের ব্যাপারে ওমান প্রবাসীরা যাতে করে হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ রেখে দূতাবাসের পক্ষথেকে ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। দালালদের হাত থেকে প্রবাসীদের রক্ষা করতে এবং হয়রানী বন্ধে ওমানের প্রতিটি অঞ্চলে দূতাবাসের টিম যেয়ে প্রবাসীদের দোরগোড়ায় দূতাবাসের সেবা পৌঁছে দিচ্ছে।
আজ দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষথেকে এক জরুরী বিজ্ঞপ্তিতে জানানো হয়, দূতাবাসের একটি দল আগামী ৩ থেকে ৫ ডিসেম্বর ওমানের কাসাবে অবস্থান করবেন। অত্র অঞ্চলের প্রবাসীদের ৩-ডিসেম্বর সন্ধ্যা ৭টা হতে রাত ১২ টা পর্যন্ত স্থানীয় কাসাব হোটেলে ট্র্যাভেল পারমিটের আবেদন গ্রহণ এবং ডেলিভারি প্রদান করবেন।
৪ ডিসেম্বর সকাল ৭টা হতে রাত ১২ টা নাগাদ সেবা দিবেন একই স্থানে এবং ৫ ডিসেম্বর সকাল ৯টা হতে সকাল ১১ টা নাগাদ সেবা প্রদান করবেন। অত্র অঞ্চলের প্রবাসীদের আউটপাশের সেবা নিতে উল্লেখিত স্থানে আসতে অনুরোধ জানিয়েছে দূতাবাস।
দূতাবাসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল (২৪ নভেম্বর) দূতাবাসের একটি টিম আউটপাশের সেবা দিতে ওমানের বুরাইমিতে অবস্থান করবেন। ২৪-নভেম্বর বিকেল ৪টা হতে রাত ১২টা নাগাদ বুরাইমি আল বাওয়াদি হোটেলে ট্র্যাভেল পারমিট সেবা প্রদান করবেন। অত্র অঞ্চলের প্রবাসীদের আউটপাশের সেবা নিতে উল্লেখিত স্থানে আসতে অনুরোধ জানিয়েছে দূতাবাস।
এ ছাড়াও ওমানের দ্বীপ অঞ্চল মাসিরাহ নিয়েও একটি বিজ্ঞপ্তি জারী করেছে দূতাবাস। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১০ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর নাগাদ মাসিরাহ অঞ্চলের প্রবাসীদের আউটপাশের সেবা দিতে দূতাবাসের একটি টিম হোটেল মাসিরাহতে অবস্থান করবেন।
অত্র অঞ্চলের প্রবাসীদের আউটপাশের ট্র্যাভেল পারমিট সংগ্রহ করতে ১০ ডিসেম্বর সকাল ৭টা হতে রাত ১২ টা নাগাদ এবং ১১ ডিসেম্বর সকাল ৯টা হতে ১১ সকাল টা নাগাদ সেবা প্রদান করা হবে।
উল্লেখ্যঃ যেসব প্রবাসীর পাসপোর্ট আছে এবং মেয়াদ ও আছে, তাদের দূতাবাসের সেবা নিতে আসার প্রয়োজন নেই। তারা অনলাইনে অথবা সানাদ অফিসে যেয়ে রেজিস্ট্রেশন করলেই আউটপাশ পেয়ে যাবেন। আর যাদের পাসপোর্টের মেয়াদ নেই, শুধুমাত্র তারাই দূতাবাসের সেবা নিতে আসবেন।
আরো পড়ুনঃ ওমানে ভালো বেতনে চাকরী খুজুন অনলাইনে
পাসপোর্ট নবায়নে বছর প্রতি ২.৬০০ পয়সা করে সরকারি ফি দিতে হবে প্রবাসীদের। আর যাদের পাসপোর্ট হারিয়ে গেছে, তাদের পতাকা (রেসিডেন্স কার্ড) অথবা পাসপোর্টের ফটোকপি এবং ২ কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসতে বলা হয়েছে। সেইসাথে আউটপাশের ব্যাপারে দালালদের সাথে কোনো প্রকার লেনদেন না করতে অনুরোধ জানিয়েছে দূতাবাস।
আরো দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post