পাবলিক অথরিটি ফর সোশ্যাল ইনস্যুরেন্স (প্যাসি)। আগামী পাঁচ বছরের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণের একটি রোডম্যাপও তৈরি করেছে এই সংগঠন। কৌশলগত পরিকল্পনা ২০২২-২০২৫ এর “তৃতীয় পর্যায়ে পৌঁছানোর” শীর্ষক চূড়ান্ত খসড়াও অনুমোদন দিয়েছে বোর্ড।
এটি অনুমোদিত বাজেটের ব্যয় এবং রাজস্বের রূপরেখা নির্বাহী প্রশাসনের জমা দেওয়া হবে বলে জানিয়েছে প্যাসি। ইতিমধ্যেই ওমানে চাকরীর জন্য অনলাইন সিস্টেম চালু করেছে এই সংগঠন। সেইসাথে নতুন ডিজাইনে তাদের নিজস্ব একটি ওয়েবসাইটও তৈরি করেছে আজ।
আরো পড়ুনঃ চ্যালেঞ্জের বোঝা মাথায় নিয়ে আজ ওমানে আসছেন নতুন রাষ্ট্রদূত
সংগঠনটির এমন কাজের ব্যাপারে দেশটির শ্রমমন্ত্রী ডা. মাহাদ বিন সাইদ বলেন, ওমানের সামাজিক উন্নয়নে মূল্যবান কাজ করে যাচ্ছে সংগঠনটি। রবিবার এক বিবৃতিতে এই কথা বলেন তিনি। এ সময় তিনি ওমানের শ্রমিকদের সুরক্ষায় জব সিকিউরিটি সিস্টেমের বিভিন্ন উদ্যোগের ভুয়ুসি প্রশংসা করেন।
এদিকে আজ নাগরিকদের প্রত্যাশা মেটাতে সর্বাধিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানালেন ওমানের মজলিস আশ শূরার চেয়ারম্যান।
২০২১-২২ অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনা করেছে ওমানের মজলিস আশ শূরার অর্থনৈতিক কমিটি। শূরার চেয়ারম্যান শায়খ খালিদ বিন হিলাল আল মাওলির সভাপতিত্বে নবম দ্বিতীয় বার্ষিক অধিবেশন চলাকালীন এই খসড়া নিয়ে আলোচনা করা হয়।
আরো পড়ুনঃ ওমানে ভালো বেতনে চাকরী খুজুন অনলাইনে
উদ্বোধনী ভাষণে নাগরিকদের প্রত্যাশা মেটাতে সর্বাধিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার উপর জোর দেন আল মাওয়ালি। বৈঠকে শূরার আর্থিক কমিটির প্রধান আহমেদ বিন সাইদ আল শারকি দুটি খসড়া প্রতিবেদন পর্যালোচনা করেন। পরে এই খসড়ায় মজলিসের অন্যান্য সদস্যরা তাদের মত প্রদান করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post