মেক্সিকোর সমুদ্র সৈকতে আট চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নৌকা ডুবিতে তাদের মৃত্যু হয় ।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার মরদেহগুলো ওক্সাকার সমুদ্র সৈকতে পাওয়া যায় । আর এ রুটটি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী পৌঁছানোর পথ হিসেবে বিবেচিত হয় ।
বৃহস্পতিবার গুয়াতেমালার সীমান্তে চিয়াপাস অঞ্চল থেকে যাত্রা করা একটি নৌকায় সাত নারী এবং একজন পুরুষ ছিলেন। আরেকজন বেঁচে গেছেন। নৌকার চালকের কী হয়েছে তা এখনো স্পষ্ট নয়।
ওক্সাকার প্রসিকিউটর অফিস জানিয়েছে, প্লায়া ভিসেন্টে শহরের একটি সমুদ্র সৈকতের কাছে মরদেহগুলো পাওয়া গেছে। তারা আরো জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। নিহতদের শনাক্ত করতে মেক্সিকোতে চীনা দূতাবাসের সঙ্গে কাজ করছে কর্তৃপক্ষ।
এদিকে, সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকারী অভিবাসীর সংখ্যা বেড়েই চলেছে। ২০২১ সালে ৬৩ লাখের বেশি অভিবাসী অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে।
২০১৮ সাল থেকে এ সংখ্যা বাড়তে শুরু করে। আমেরিকা মহাদেশের বাইরে থেকে আসা অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি এসেছে চীন থেকে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post