করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়ায় ওমানে দিনদিন কমছে প্রবাসীর সংখ্যা। দেশটির জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্রের (এনসিএসআই) দেওয়া তথ্য অনুযায়ী গত এক বছরে ওমান থেকে প্রায় এক লাখ বাংলাদেশী প্রবাসী দেশে ফেরত এসেছেন। গতবছর ওমানে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা যেখানে ছিলো ৬ লাখ ৩০ হাজার ৬৮১ জন। সেখানে এই বছর এসে দাঁড়িয়েছে ৫ লাখ ৪৬ হাজার ৬৮১ জন।
পরিসংখ্যানে দেখা যায়, দেশটিতে গত সেপ্টেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ ১২ মাসে প্রবাসীর সংখ্যা কমেছে প্রায় পাঁচ শতাংশ। গত সেপ্টেম্বরে ওমানে প্রবাসীর সংখ্যা যেখানে ছিলো ২০ লাখ এক হাজার তিন জন। সেখানে এই বছরের সেপ্টেম্বরে এসে দাঁড়িয়েছে ১৭ লাখ ৬ হাজার ৬৩৩ জন।
পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর ওমান ছেড়েছে প্রায় ৪.৯১ শতাংশ প্রবাসী। কৃষি ও মৎস্য খাতে সর্বাধিক পরিমাণ প্রবাসীর সংখ্যা কমেছে। দেশটিতে এই খাতে প্রবাসীর সংখ্যা গত বছর ছিলো ৬০ হাজার ১২২ জন, এই বছর প্রায় ৬৬ শতাংশ কমে দাঁড়িয়েছে মাত্র ২৩ হাজার ৭৭৪ জন। প্রবাসীর সংখ্যা কমে যাওয়ার বড় একটি ধাক্কা লেগেছে দেশটির নির্মাণ খাতেও। এই খাতে প্রবাসীর সংখ্যা কমেছে প্রায় ২৪.৮ শতাংশ।
আরো পড়ুনঃ ওমানে ভালো বেতনে চাকরী খুজুন অনলাইনে
গত বছরের শুরুতে নির্মাণ খাতে প্রবাসীর সংখ্যা ছিলো ৪ লাখ ৯০ হাজার ২০৬ জন। এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৮২ হাজার ৪১৪। উৎপাদন খাতেও প্রবাসীর সংখ্যা কমেছে ১৫.৭ শতাংশ। মোটরযান বিক্রয় ও রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত খুচরা খাতেও প্রবাসীর সংখ্যা কমেছে প্রায় ১৪ শতাংশ। এই খাতে প্রবাসী ছিলো ২ লাখ ৩৫ হাজার ৬৪০ জন। বর্তমানে রয়েছে ২ লাখ ৩ হাজার ৯২৩ জন।
আরো পড়ুনঃ চ্যালেঞ্জের বোঝা মাথায় নিয়ে আজ ওমানে আসছেন নতুন রাষ্ট্রদূত
আবাসন এবং খাদ্য সম্পর্কিত পরিষেবাতে কাজ করা প্রবাসীর সংখ্যা ১৩.৭ শতাংশ কমে দাঁড়িয়েছে এক লাখ ৪ হাজার ৬৬৬ জন। যেখানে প্রবাসীর সংখ্যা ছিলো এক লাখ ২১ হাজার ২৮৯ জন। জাতীয়তার দিক থেকে ওমানের সকল সম্প্রদায়ের প্রবাসীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে।
ভারতীয় নাগরিকদের পরিমাণ কমেছে প্রায় ২১ শতাংশ। গত বছর ভারতীয় প্রবাসীর সংখ্যা ছিলো ৬ লাখ ১৭ হাজার ৭৩০ জন সেখানে এই প্রবাসীর সংখ্যা এসে দাঁড়িয়েছে ৪ লাখ ৯২ হাজার ২৭৬ জন। এদিকে আগামী দেড়মাসে ওমান থেকে সাধারণ ক্ষমা নিয়ে আরো ৫০ হাজারের অধিক বাংলাদেশী প্রবাসী দেশে ফিরবেন বলে ধারণা করছেন ওমান প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post