হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকার রাস্তায় বিমানের ছবি দেখে অনেকে বিস্মিত হয়েছেন! কারণ বিমান তো চলার কথা আকাশে। কিন্তু ঘটনা সত্য।
রোববার (৩১ মার্চ) রাতে পুরাতন এই বিমানটি নিয়ে রাজধানী ঢাকার বিজয় সরণি থেকে মহাখালী অভিমুখী ছুটে চলতে থাকে বড় একটি ট্রাক। কিন্তু বিপত্তি ঘটে ফুটওভার ব্রিজের নীচ দিয়ে যাওয়ার সময়।
কারণ ওভারব্রিজের উচ্চতা কম হওয়ায় আটকে যায় বিমান। এতে সড়কে সৃষ্টি হয় যানজটের। পরে অবশ্য ওই উড়োজাহাজের লেজ খুলে ফেললে নির্বিঘ্নে চলে যায় ট্রাকটি।
তথ্য অনুযায়ী, রোববার (৩১ মার্চ) রাত সোয়া ১০টার দিকে বিএএফ শাহীন কলেজের গেটের সামনে এ ঘটনা ঘটে। নীল-সাদা রঙের ডরনিয়ার ২২৮ টার্বোপ্রপ বিমানটির গায়ে লেখা ছিল বাংলাদেশ নেভি। ২০১৩ সালে নৌবাহিনীতে যে দুটি মেরিটাইম পেট্রোল এয়ারক্র্যাফট যুক্ত করা হয়েছিল, এটি তার একটি।
জানা গেছে, আগে থেকেই দুই পাশের ডানা খুলে রাখা উড়োজাহাজটির পেছন আটকে গেলে একটি ফর্ক লিফট এনে কয়েকজন কর্মী বিমানের লেজটিও খুলে ফেলেন।
পরে ফুটওভার ব্রিজের নিচ থেকে মুক্ত হয়ে সামনে এগোনোর সুযোগ পায় বিমানবাহী ট্রাকটি। তবে বিমানটি কোথায় নেওয়া হচ্ছিল তা জানা যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post