মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বের অর্থনীতিতে এরইমধ্যে নেতিবাচক প্রভাব পড়া শুরু করেছে। তবে এই ভাইরাসে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের অশোধিত তেলে। বেশ কয়েক সপ্তাহ ধরে নিম্নগামী রয়েছে বিশ্ববাজারে তেলের দাম। কিন্তু কয়েকদিন ধরে ওমানি তেলের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। শুক্রবার দেশটিতে অশোধিত তেলে দাম বেড়ে দাঁড়িয়েছে ২৮.৮০ ডলার। যদিও দুই দিন আগে এই তেলে দাম করে দাঁড়িয়েছিলো ১৯.৪৫ ডলারে।
আরও পড়ুনঃ ওমানে বাড়ছে সুস্থতার হার স্বস্তিতে নাগরিকরা
ওমান নিউজ এজেন্সি (ওএনএ) অনলাইনের একটি বিবৃতিতে বলা হয়েছে: “আগামী জুলাই মাসের জন্য সরবরাহ করা তেলে আনুষ্ঠানিক দাম বৃদ্ধি পাওয়া শুরু করেছে ওমানে। দুবাই এনার্জি মার্কেটে গতকাল প্রায় ১.৪৫ ডলার দাম বৃদ্ধি পায় অশোধিত তেলের।
https://www.youtube.com/watch?v=tABh_aejfqQ&t=77s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post