সৌদি আরবের জেলখানা থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এক প্রবাসী দেশে ফিরেছেন। যদিও সরোয়ার নামের ওই প্রবাসী নিজের ও পরিবারের কোনো তথ্য দিতে পারছেন না।
শনিবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮ টায় ফ্লাই দুবাই বিমান যোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সরোয়ার।
সাথে থাকা বোর্ডিং পাশ ও জেলখানার কাগজ অনুযায়ী তার বাবার নাম আব্দুল বাশার। আর জেলফেরত অন্য কর্মীরা জানিয়েছেন, তার বাড়ি কুমিল্লা পদুয়ার বাজার এলাকায়।
জানা গেছে, দেশে ফিরে পরিবারের কোনো তথ্যই দিতে পারছিলেন না সরোয়ার। এসময় সহকর্মীরা তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) অফিসে নিয়ে যায়, এদিন রাতেই পরিবার খুঁজে নিরাপদ হস্তান্তরের জন্য তাকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কাছে হস্তান্তর করে এপিবিএন। সে বর্তমানে ব্র্যাক লার্নিং সেন্টারে আছে।
এদিকে তার পরিবার খুঁজে দিতে সকলের সহযোগিতা কামনা করেছেন ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ম্যানেজার আল আমিন নয়ন। এ বিষয়ে বিস্তারিত জানতে বা কোনো তথ্য জানাতে 01712197854 মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post