পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছে দেশটির সবচেয়ে কমবয়সী ভ্লগার মোহাম্মদ সিরাজ।
শুধু তাই নয়, সিরাজকে নিজের চেয়ারে বসার সুযোগ দেন শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের এই ভিডিও ইনস্টাগ্রাম ও ইউটিউবে শেয়ার করে সিরাজ।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, সম্প্রতি ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে যাওয়ার সৌভাগ্য নয় সিরাজ ও তার বোন মুসকানের। এ সময় তাদের স্বাগত জানান এবং খোঁজখবর নেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
সিরাজের কাছে তার ভ্লগিংয়ের জার্নিটা জানতে চান শাহবাজ। তার বাড়ি ও সব অভিজ্ঞতা প্রধানমন্ত্রীকে জানায় সিরাজ। এ সময় সিরাজের কাছে জানতে চান, তাঁর নাম জানা আছে কিনা। সিরাজ উত্তরে বলে, ‘শাহবাজ শরিফ আঙ্কেল।’
এরপরই সিরাজকে নিজের চেয়ারে বসতে দেন শাহবাজ। পুরো কক্ষ তখন করতালিতে মুখর। সিরাজকে তখন বলতে শোনা যায়, ‘আজ আমিই প্রধানমন্ত্রী।’ ইনস্টাগ্রামে এই ঘটনার একটি পোস্টও করেছেন শাহবাজ। অপরদিকে পুরো ঘটনার ভিডিও করে প্রচার করে সিরাজ। সেই ভিডিও এরই মধ্য ৫ মিলিয়ন ভিউ হয়েছে।
পরিবারের বিভিন্ন ঘটনা ও অভিজ্ঞতা ভিডিও করে শেয়ার করে সিরাজ। তার বয়স মাত্র ৬ বছর। এই বয়সেও কথা বলার দক্ষতা ও ভিডিও করার কৌশলের কারণে সবার নজর কেড়েছে সিরাজ। পরিবারের সঙ্গে গিলগিট–বালতিস্তানের খাপলুতে থাকে সে।
এর আগে, এসব ভিডিও করে সম্প্রতি ইউটিউব সিলভার প্লে বাটনও পেয়েছে সিরাজ। ‘সিরাজি ভিলেজ ভ্লগস’ নামের চ্যানেলে সাবস্ক্রাইবার এক মিলিয়নের বেশি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post