চলতি বছরে ওমানের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আরও ৩৫ হাজার মানুষকে চাকরি দেওয়ার পরিকল্পনা নিয়েছে শ্রম মন্ত্রণালয়।
এতে নাগরিকদের পাশাপাশি সুফল পাবেন প্রবাসীরা। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের বার্ষিক পরিকল্পনা প্রকাশ করে এই তথ্য দিয়েছেন মন্ত্রী ড. মাহাদ বিন সাইদ বাওয়াইন।
তবে আগামীতে আর সার্টিফিকেটের উপরে নয় বরং দক্ষতা বিবেচনায় চাকরিতে নিয়োগ দেয়া হবে। তাই শ্রম বাজারে টিকে থাকতে সবাইকে নিজের দক্ষতা বৃদ্ধির জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, সরকারি প্রতিষ্ঠানে স্থায়ী এবং অস্থায়ী ভিত্তিতে চাকুরীরত আছেন মোট ১ লাখ ৯৫ হাজার ৯০২ জন। যার মধ্যে প্রবাসীর সংখ্যা ২৫ হাজার ১৬৭ জন। আর বেসরকারি খাতে ২১ লাখ কর্মীর মধ্যে প্রায় ১৯ লাখ কর্মীই প্রবাসী।
শ্রম মন্ত্রণালয় বলছে, এমন অনেক বেসরকারি প্রতিষ্ঠান আছে যেখানে চাকরি আছে কিন্তু কি করলে আর কিভাবে সেই কাজ পাওয়া যাবে তা নিয়ে তথ্য পাওয়া যায়না। মন্ত্রণালয় ভবিষ্যতে এই বিষয়টিও সমাধানের চেষ্টা করবে।
এছাড়া আগামীতে সেক্টরভিত্তিক নিয়োগ প্রক্রিয়া চালু করা হচ্ছে, ফলে নির্দিষ্ট সেক্টরে প্রয়োজন মাফিক খুব সহজেই নিয়োগকর্তারা দক্ষ কর্মী বাছাই করার সুযোগ পাবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post