যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে একটি বিমানের ভেতরে তীব্র গন্ধ শনাক্ত হওয়ার পর সেটি থেকে দ্রুত বের হয়ে আসেন যাত্রীরা।
এ সময় বিমানের জরুরি বহির্গমন ব্যবস্থা স্লাইড দিয়ে যাত্রীরা নিচে নেমে আসেন।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স বিজনেজ জানিয়েছে, গত বুধবার ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের ফ্লাইট ১৭৫৯ শার্লট ডগলাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়ার কথা ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, তাড়াহুড়ো করে যাত্রীদের নামার বিষয়টি।
On March 27, passengers evacuated #FrontierAirlines Airbus A321neo (N611FR) via emergency slides at #Charlotte Douglas int'l Airport after a strong odor was detected on the plane. The aircraft was still at the gate, preparing to depart for #Orlando.
???? ©Guadalupe Ocampo#F91759 pic.twitter.com/G9lwxr2zWH
— FlightMode (@FlightModeblog) March 29, 2024
ওই সময় বিমানটিতে ২২৬ জন যাত্রী ছিলেন। যাত্রীরা বিমানের জেট ব্রিজ এবং স্লাইড ব্যবহার করে বের হয়ে আসছেন।
তবে স্লাইড দিয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে একজন যাত্রী আহত হন। পরবর্তীতে ওই আহত যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে, ঘটনা সম্পর্কে ফ্রন্টিয়ার এয়ারলাইন্স জানায়, বুধবার সন্ধ্যায় শার্লট ডগলাস আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের ফ্লাইট ১৭৫৯ বোর্ডিং প্রক্রিয়ায় ছিল। তখন বিমানের ভেতর তীব্র গন্ধ শনাক্ত হয়। ক্যাপ্টেন তাৎক্ষণিক বিমান খালি করার নির্দেশ দেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post