বিমানের ইতালির রোম ফ্লাইটে বিড়ম্বনামুক্ত যাত্রীসেবা নিশ্চিত করার আহ্বান জানালো প্রবাসীরা। তারা জানান, বিমান যদি রোম-ঢাকা রুটে বিড়ম্বনামুক্ত ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে পারে তাহলে বিমানের প্রতিটি ফ্লাইট যাত্রীভর্তি যাবে, যাত্রীর অভাব হবে না। ইতালির রোমের একটি রেস্টুরেন্টে বিমানের ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রবাসী এ কথা জানান।
ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কিবরিয়া গোলাম মোহাম্মদ বলেন, ‘৯ বছর আগে ২০১৫ সালে রোম ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন বলা হয়েছিল, রুটটি লাভজনক না। তবে আমাদের কাছে এই রুটটি খুবই জনপ্রিয় ছিল।
আমরা প্রবাসীরা যাচাই-বাছাই করে দেখেছি, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে এই রুট বন্ধ করে দেওয়া হয়েছিল। ভবিষ্যতে যেন এসব কারণে রুটটি বন্ধ না হয় সেদিকে সংশ্লিষ্টরা খেয়াল রাখবেন। এই রুট নিয়ে আমরা খুবই আশাবাদী। আমাদের কমিউনিটির সবাই এই বিমানের ফ্লাইটেই চলাচল করব। আশা করি, এটি বিমানের সর্বোচ্চ লাভজনক পদ হবে।’
অনুষ্ঠানে বিমান মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন রোম ফ্লাইট নিয়ে যেকোনো ধরনের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ার করে দিয়ে বলেন ‘বিমানে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না।
যাত্রীদের ব্যাপক চাহিদার কথা বিবেচনায় রেখে এই রুটটি আবার চালু হয়েছে। তাই সেবার বিষয়টি অবশ্যই অগ্রাধিকারে থাকবে। বিমানে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। যাত্রীদের ব্যাপক চাহিদার কথা বিবেচনায় রেখে এই রুটটি আবার চালু হয়েছে। তাই সেবার বিষয়টি অবশ্যই অগ্রাধিকারে থাকবে।’
এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিউল আজিম প্রবাসীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ভ্রমণের অনুরোধ জানান। পাশাপাশি তিনি সর্বোচ্চ যাত্রীসেবা নিশ্চিত করার আশ্বাস দেন।
উদ্বোধনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান, বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
জানা গেছে, বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছে রোম রুটের ফ্লাইট। রোম থেকে ঢাকা রুটে প্রথম ফ্লাইটে ১১টি বিজনেস ক্লাস এবং ২৪৩টি ইকোনমিক ক্লাসে যাত্রীসহ পূর্ণ হয় বিমানটি। ইতালি প্রবাসী বাংলাদেশিরা আবারও বিমান চালু হাওয়ায় দারুণ খুশি এবং তারা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এর আগে, ৯ বছর পর গত (২৭ মার্চ) থেকে ঢাকা-রোম-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আবার ফ্লাইট চালু করেছে। উদ্বোধনী ফ্লাইটটি রোমে পৌঁছনোর পর ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম বিমানবন্দরে এসে যাত্রীদের স্বাগত জানান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post