ওয়াশিং মেশিনের ভেতর কাপড়ের বদলে লুকানো ছিল কোটি কোটি রুপি। গত মঙ্গলবার ভারতের আর্থিক বিষয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর তল্লাশিতে এ অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনা রোধে অভিযানে নেমেছিল ভারতের বিভিন্ন সংস্থা। এরই ধারাবাহিকতায় দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই, কলকাতা ও হরিয়ানার কুরুক্ষেত্রের মতো জায়গায় চালানো হয় অভিযান।
পৃথক এসব অভিযানে জব্দ করা হয়েছে ২ কোটি ৫৪ লাখ রুপি। বিপুল পরিমাণ এই অর্থ একটি ওয়াশিং মেশিনে লুকানো ছিল বলে জানায় এনডিটিভি।
বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের ‘নির্ভরযোগ্য তথ্য’ পেয়ে ওই অভিযান চালায় ইডি। খবর ছিল, সিঙ্গাপুরের গ্যালাক্সি শিপিং অ্যান্ড লজিস্টিকস ও হরাইজন শিপিং অ্যান্ড লজিস্টিকসে ‘সন্দেহজনক’ ১৮০০ কোটি রুপির নেলদেনের।
এমন খবরে ‘ক্যাপ্রিকর্নিয়ান শিপিং অ্যান্ড লজিস্টিক্স প্রাইভেট লিমিটেড’ ও প্রতিষ্ঠানটির ডিরেক্টর বিজয়কুমার শুক্ল এবং সঞ্জয় গোস্বামীর বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়। পৃথক ওই অভিযানেই ২ কোটি ৫৪ লাখ রুপি জব্দ করা হয়েছে। যারমধ্যে বিপুল পরিমাণ টাকা ওয়াশিং মেশিনে লুকানো ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিঙ্গাপুরের সংস্থায় পণ্য পাঠানোর নাম করে ভুয়া হিসাব দেখাতো ক্যাপ্রিকর্নিয়ান শিপিং কোম্পানি। এদিকে ইডির তদন্তকারীরা তল্লাশির সময় কোটি কোটি রুপি ছাড়াও প্রচুর নথিপত্র উদ্ধার করেছেন। এ ছাড়াও ৪৭টি ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ মিলেছে। এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করে টাকা পাচার করা হতো।
জানা গেছে, ক্যাপ্রিকর্নিয়ান শিপিং অ্যান্ড লজিস্টিকস প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টরের দায়িত্বে রয়েছেন বিজয় কুমার শুক্লা এবং সঞ্জয় গোস্বামী নামক দুই ব্যক্তি।
এদিকে শুধু ক্যাপ্রিকর্নিয়ানই নয়, এর বেশ কিছু সহযোগী সংস্থার নামও ইডির তদন্তে উঠে এসেছে। সেই সব সংস্থার শীর্ষ কর্মকর্তারাও এখন ইডির নজরে রয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post