চলন্ত ট্রেন থেকে পড়ে সৌদি প্রবাসী যাত্রীর ভিসা-পাসপোর্ট-এয়ার টিকিটসহ হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করেছে পুলিশ।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন কল পেয়ে এই ব্যাগ ও বাকি সব সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, গতকাল বুধবার (২৭ মার্চ) ভোরে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনে তখন ভিড় ছিল।
কোনও আসন ফাঁকা না পেয়ে দরজার কাছে দাঁড়ানো সিরাজগঞ্জ সদরের রেলওয়ে কলোনীর অধিবাসী সৌদি প্রবাসী মমিন শেখের (৪৫) পাসপোর্ট-বিমান টিকেটসহ ব্যাগটি অসাবধানতাবশত ট্রেনের বাইরে পড়ে যায়।
ঘটনার আকস্মিকতায় মমিন শেখ অজ্ঞান হয়ে যান। তার সহযাত্রী ফাহিম এই তথ্য জানিয়ে ‘৯৯৯’ নম্বরে ফোন করে উদ্ধার সহায়তার অনুরোধ জানান। কুড়িয়ে পাওয়া ব্যাগ হাজেরা বেগমের মাধ্যমে মমিন শেখকে বুঝিয়ে দেওয়া হয়।
ফাহিম বলেন, সেদিন বেলা ২টায় সৌদি আরবের ফ্লাইট ব্যাগটি না পেলে তার আত্মীয়ের সর্বনাশ হয়ে যাবে, যথাসময়ে কাজে যোগ না দিলে চাকরিও চলে যেতে পারে। এমন তথ্যের ভিত্তিতে ৯৯৯ অফিস থেকে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়িতে বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।
এদিকে, অভিযোগ পেয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ি এ বিষয়ে অনুসন্ধানে নামে এবং খোঁজ-খবর নিতে থাকে। পরে তারা খবর পান যে রেল কিলোমিটার নম্বর ৩০৯, পুংলী নামক স্থানে রেললাইনের পাশে পড়ে থাকা অবস্থায় হাজেরা বেগম (৪০) নামে এক নারী ব্যাগটি খুঁজে পান।
তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যাগটি নিয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়িতে এসে হাজির হন। পরে হাজেরা বেগমের মাধ্যমে ব্যাগটি মমিন শেখকে বুঝিয়ে দেওয়া হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post