ভারতের কলকাতা বিমানবন্দরের রানওয়েতে এয়ার ইন্ডিয়ার বিমানে ধাক্কা লাগে ইন্ডিগো বিমানের।গতকাল বুধবার (২৭ মার্চ) রানওয়েতে দু’টি বিমান বিপজ্জনকভাবে একে অপরের কাছাকাছি এসে যাওয়ায় এই ঘটনা ঘটে।
বিমানের ডানা ভাঙলেও তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এসময় ইন্ডিগো বিমানটিতে মোট ১৩৫ জন যাত্রী ছিল।
জানা গেছে, কলকাতা বিমানবন্দরে ইন্ডিগো বিমানটি রানওয়েতে প্রবেশের জন্য ছাড়পত্রের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা এয়ার ইন্ডিয়ার বিমানে ধাক্কা মারে। ফলে এয়ার ইন্ডিয়া বিমানটির ডানার একটি অংশ ভেঙে যায়।
ইন্ডিগো বিমানের একটি ডানাও ক্ষতিগ্রস্ত হয়। বিমান নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসিএ ইন্ডিগো বিমানের উভয় চালককে সাময়িকভাবে কাজ থেকে অব্যাহতি দিয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।
এদিকে, এক কর্মকর্তা বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে বিশদ তদন্তের নির্দেশ দিয়েছি। ইন্ডিগোর উভয় চালককে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গ্রাউন্ড স্টাফদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post