ওমানে অন্যান্য সময়ের চেয়ে রমজানে উল্লেখযোগ্যহারে সড়ক দূর্ঘটনা কমে গেছে। এছাড়া গত বছরের তুলনায় রমজানের প্রথম ১০ দিনে সড়কে দূর্ঘটনা কমেছে অন্তত ৩৫ শতাংশ।
রয়্যাল ওমান পুলিশের ট্রাফিক বিভাগের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, মৃত্যুর হারও ৪৬ শতাংশ কমেছে। আর আহত হয়েছেন আগেরবারের চেয়ে ৩৩ শতাংশ কম যাত্রী।
ট্রাফিক বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলি বিন সুলায়েম বলেন, ওমানের বাসিন্দারা একটু নিবেদিত হয়ে ভূমিকা পালন করলে সড়কপথে সর্বোচ্চ নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।
তিনি বলেন, সামনে ঈদ। তাই নাগরিক ও প্রবাসীদের অনেকেই এখন কেনাকাটায় বের হচ্ছেন। দিনভর রোজা রেখে ইফতারের আগ মুহুর্তেও অনেকের বাসায় ফেরার তারা থাকে। কিন্তু সড়কে তাড়াহুড়োর সুযোগ নেই। সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে আরও বেশি সচেতন হতে হবে।
তিনি বলেন, গত ১০ দিনে যে বিষয়টি সবথেকে বেশি খেয়াল করা গেছে তা হলো, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং অনেক ড্রাইভার গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করেন। এছাড়াও অনিরাপদ ওভারটেকিংয়ের কারণেও দূর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post