ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘আল্লাহর কাছে পাঠিয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
এ ঘটনার জেরে তেল আবিবে নিযুক্ত তুরস্ক দূতাবাসের এক শীর্ষ কূটনীতিককে তলব করে প্রতিবাদ জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ।
গত সপ্তাহে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক প্রচারে গিয়ে গাজায় ইসারায়েলি হামলা ও ফিলিস্তিনি নাগরিকদের হত্যার ঘটনার নিন্দা করে এ হুমকি দেন এরদোয়ান। নেতানিয়াহুর নাম উল্লেখ করে এরদোয়ান বলেন, তাকে আল্লাহর কাছে পাঠিয়ে দেব।
I instructed @IsraelMFA officials to summon the Turkish deputy ambassador to Israel for a serious reprimand, following @RTErdogan’s attack on Prime Minister @netanyahu and his threats to send PM Netanyahu to Allah and to convey a clear message to Erdogan:
You who supports the…
— ישראל כ”ץ Israel Katz (@Israel_katz) March 22, 2024
এদিকে, তুরস্কের সহকারী রাষ্ট্রদূতকে তলব করা হয় বলে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এক্সে দেওয়া এক পোস্টে জানানো হয়। সেখানে তিনি এরদোয়ানের উদ্দেশে লেখেন, ‘আপনার হামাস বন্ধুদের নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যারা সমর্থন করেন, তাদের কথা শুনবেন এমন কোনো প্রভু নেই।’
এরপর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইসরায়েলের পদক্ষেপের পাল্টা নিন্দা করা হয়।
এর আগে, কয়েক মাস আগে হামাসের প্রশংসা করেছিলেন এরদোয়ান। তিনি বলেছিলেন, ‘হামাস কোনো সন্ত্রাসী গোষ্ঠী নয়, ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন। তারা ফিলিস্তিনের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষার জন্য যুদ্ধ করছে।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post