বিমানবন্দরে বাবাকে একটু বেশি সময় দিতে গিয়ে আর্মড পুলিশের দলগত নির্যাতনের শিকার হয়েছেন এক প্রবাসী।
দেশ ও পরিবার ছেড়ে বিদেশ যাওয়ার সময় প্রবাসীর উপরে আইনশৃঙ্খলা বাহিনীর এমন হামলার ঘটনায় তোলপাড় তৈরি হয়েছে।
বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, রোববার সকাল ১০টার দিকে সৌদি প্রবাসী জাহিদ হাসান বিমানবন্দরে আসেন। বিকাল ৩ টা ৩৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সে জেদ্দা ফ্লাইট ছিল তার। এদিন বিদায় জানাতে সঙ্গে আসেন বাবা হারুন অর রশীদ।
দুই নম্বর গেটের বাইরে বসে বাবার সঙ্গে কথা বলায় দায়িত্বরত আর্মড পুলিশের এক নারী সদস্য যাত্রী ছাড়া অন্যদের টার্মিনালের ড্রাইভওয়ে থেকে চলে যেতে বলেন।
এসময় প্রবাসী জাহিদ ওই সদস্যকে বাবাকে আরও কিছু সময় থাকার সুযোগ দেয়ার অনুরোধ করেন। তবে জাহিদের অনুরোধ শোনেননি আর্মড পুলিশের ওই সদস্যা। উল্টো তাকে ধমকানো শুরু করেন।
এমন আচরণের প্রতিবাদ জানালে বাধে হট্টগোল। হইচই শুনে আর্মড পুলিশের অন্য সদস্যরা সেখানে এগিয়ে আসেন। কাউকে শান্ত না করে উল্টো বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারাও। অভিযোগ উঠেছে, এরই একপর্যায়ে আর্মড পুলিশের এসআই রহমতের নেতৃত্বে প্রায় ১৫ জন পুলিশ সদস্য মিলে প্রবাসী জাহিদ হাসানকে মারধর করতে থাকেন।
একটি ভিডিওতে দেখা যায়, প্রবাসী জাহিদ ঘটনাস্থল ত্যাগ করতে চাইলেও একজন আর্মড পুলিশ সদস্য তার হাত ধরে রাখেন, অন্যরা তাকে নির্মমভাবে মারতে থাকেন। সেদিনই সৌদি চলে যান প্রবাসী জাহিদ। এ ঘটনায় আর্মড পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post