যথাযোগ্য মর্যাদায় ওমানসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ৫৪ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে প্রবাসীরা। মঙ্গলবার অন্যান্য দেশের মত বাংলাদেশ দূতাবাস, মাস্কাটে ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
আয়োজনের প্রথম পর্বে ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম প্রবাসী বাংলাদেশি এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন।
এরপর উপস্থিত সবাইকে নিয়ে অস্থায়ীভাবে নির্মিত স্মৃতিসৌধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
যথাযোগ্য মর্যাদায় মালয়েশিয়াতেও উদযাপন করা হয়েছে দিবসটি। মো. শামীম আহসানের উপস্থিতিতে কর্মসূচির মধ্যে ছিল দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত।
এছাড়া সৌদি, দুবাই, পর্তুগালসহ মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অন্যান্য দেশে দূতাবাসের ব্যবস্থাপনায় দিবসটি উদযাপন করেন প্রবাসীরা।
গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবসের আনন্দঘন অনুষ্ঠানে রাষ্ট্রদূতেরা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্যের আহ্বান জানান। পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘উন্নত ও স্মার্ট বাংলাদেশ’ গড়তে প্রবাসীদের একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post