ওমানের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিনটিকে সম্মান জানাতে এবং ৫০তম জাতীয় দিবস আজ জমকালোভাবে উদযাপন করবে ওমান। জাতীয় দিবস উপলক্ষে দেশ জুড়ে সিরিজ আতশবাজি প্রদর্শন করবে আজ। জাতীয় দিবসের আতশবাজি ওমানের পাঁচটি জায়গা থেকে প্রদর্শন করা হবে বলে জানাগেছে সূত্রে।
এদিকে, জাতীয় উদযাপন কমিটি ওমান সুপ্রিম কমিটির সাথে সমন্বয় করে জানিয়েছে যে, আতশবাজি দেখার জন্য অবশ্যই জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে জমায়েত হতে হবে। প্রয়োজনে গাড়ির ভিতরে থেকে এই আতশবাজি দেখার জন্য অনুরোধ জানিয়েছে ওমান সরকার।
আরো দেখুনঃ আকর্ষণীয় বেতনে ওমানে চাকরির সুযোগ
আজ ১৮ নভেম্বর আধাঘণ্টার জন্য এই আতশবাজি প্রদর্শন করা হবে। দেশটির মাস্কাটের আল আমরাত ও আল সিব এবং ধোফারের বিনোদন কেন্দ্র থেকে রাত ৮ টায় এই আতশবাজি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়াও ২১ নভেম্বর সন্ধ্যায় মুসান্দামের কাসাব এবং বুরাইমিতে ৩০ মিনিটের জন্য আতশবাজি প্রদর্শন করা হবে।
এদিকে ওমানের পঞ্চাশতম জাতিয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ। আজ সকালে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ওমানের জাতীয় দিবস উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানানো হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post