পবিত্র মাহে রমজান আসতেই ওমানে ইসলাম গ্রহণের হিড়িক পড়েছে। শনিবার দেশটির সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদের ইসলামিক ইনফরমেশন সেন্টারের একটি অনুষ্ঠানে আরও ২৫ জন অমুসলিম ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছেন।
এদিন মসজিদ প্রাঙ্গনের অডিটোরিয়ামের মঞ্চে এসে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি ইসলাম গ্রহণ করেন। বাকি ২৪ জনের বেশিরভাগই ছিলেন নারী। তাদের কালেমা পড়ানোর পর উপস্থিত দর্শকদের তাকবিরের ধ্বনিতে হলরুম প্রকম্পিত হয়।
এ বিষয়ে সেন্টারের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা প্রবাস টাইমকে জানান, অমুসলিমদের নিয়ে কোনো বিশেষ প্রোগ্রাম চালানো হচ্ছেনা। তবুও পবিত্র মাহে রমজান এবং ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তারা স্বেচ্ছায় কানভার্টেড হয়েছেন। অন্যান্য সময়েও অনেকে কালিমা পড়তে আসেন, তবে রমজানে মানুষের আগ্রহ আগের চেয়ে অনেক বেশি থাকে।
গ্র্যান্ড মসজিদের এই সংস্থাটি জানিয়েছে, যে কোনো নন মুসলিম চাইলে ফোন করে কিংবা সশরীরে উপস্থিত হয়ে ইসলাম নিয়ে তাদের প্রশ্ন এবং জিজ্ঞাসার সমাধান নিতে পারবেন।
এছাড়া যারা স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করতে চান তারাও একইভাবে সেবা নেয়ার সুযোগ পাবেন। নাগরিকদের পাশাপাশি প্রবাসীদের সুবিধা বিবেচনায় এখানে অন্যান্য ভাষাতেও তথ্য সেবা দেয়া হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post