জ্বালানি সক্ষমতা বাড়াতে ওমানে শীঘ্রই চালু হতে যাচ্ছে বায়ু বিদ্যুৎ প্রকল্প। ইতিমধ্যেই এ প্রকল্প বাস্তবায়নে দেশটির দুকুমে প্রায় ১০০ বর্গ কিলোমিটার জমি বরাদ্দ করা হয়েছে। বিশেষ ইকোনমিক জোন এবং ফ্রি জোনের জন্য বরাদ্দ দিয়েছে দেশটির সরকার।
সোমবার (১৬-নভেম্বর) ওপাজ অনলাইনে জারি করা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, “আন্তর্জাতিক একটি কোম্পানি ওমানে বিশেষ ইকোনমিক জোন এবং ফ্রি জোনে হাইড্রোজেন প্রকল্প বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। সমীক্ষা অনুসারে এ জাতীয় প্রকল্পের হোস্টিংয়ের জন্য ওমান বিশেষভাবে আগ্রহী বলে জানিয়েছে দেশটির সরকার।
আরো দেখুনঃ আকর্ষণীয় বেতনে ওমানে চাকরির সুযোগ
একটি বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রধান ও পূর্বশর্ত হচ্ছে বায়ুবিদ্যুতের সম্ভাব্যতা যাচাই বা উইন্ড রিসোর্স এ্যাসেসমেন্ট। কোন স্থানে বিগত ১০ বছর ধরে বায়ুর গতিপ্রকৃতি কেমন বা পরবর্তী ১০ বছরের আবহাওয়ার সম্ভাব্য পরিবর্তন বিবেচনা করত সম্ভাব্যতা যাচাই করা হয়। সমীক্ষায় দেখা গেছে বায়ু বিদ্যুৎ উৎপাদনে যে পরিমাণ বাতাসের গতিবেগের প্রয়োজন হয়, তা পর্যাপ্ত পরিমাণে রয়েছে এই অঞ্চলে। সুতরাং এখান থেকে বায়ু বিদ্যুৎ উৎপাদনে প্রচুর সম্ভাবনা রয়েছে বলে গবেষণায় জানাগেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post