১৭ বছর বয়সী এক কিশোরীকে চাকরির প্রলোভনে যৌনকর্মী হিসেবে দুবাইতে পাচার ও নির্যাতনে হত্যার ঘটনার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
ফারজানা এবং সোহাগী ওরফে রিয়া নামে ওই দুই নারীকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়। রোববার র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ১৬ আগস্ট প্রবাসী ফারজানা ও তার বোন সোহাগী মিলে ভুক্তভোগীকে যৌনকর্মী হিসেবে দুবাইতে পাচার করে দেয়।
সেখানেই ৮ সেপ্টেম্বর মেয়েটির মৃত্যু হয়। এ নিয়ে ফেসবুক পোস্ট হওয়ার পর মেয়েটির পরিবার জানতে পারে, দুবাইয়ে মেয়ের মৃত্যু হয়েছে। পরে মরদেহ দেশে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে মানবপাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে মানবপাচার ও হত্যার অভিযোগে একটি নালিশি মামলা করেন।
এতে প্রবাসী ফারজানা, সোহাগীসহ অজ্ঞাতনামা আরও দু-তিনজনকে আসামি করা হয়। এতদিন আত্মগোপনে থাকলেও অবশেষে গ্রেফতার হলেন দুই বোন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post