উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি নিজের ছেলেকে সামরিক বাহিনীর প্রধান বানিয়েছেন। প্রেসিডেন্টটের ছেলের নাম জেনারেল মুহুজি কাইনেরুগাবা। এছাড়া অভিযোগ রয়েছে দেশের শীর্ষ পদের জন্য কাইনেরুগাবাকে বছরের পর বছর পর ধরে প্রস্তুত করা হচ্ছে।
শুক্রবার (২২ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি (৭৯) তার ছেলে জেনারেল মুহুজি কাইনেরুগাবাকে সেনাবাহিনীর প্রধান হিসেবে পদোন্নতি দিয়েছেন। সাম্প্রতি দেশটির পাঁচজন মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছিল। পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার মন্ত্রিসভায় ৪৯ বছর বয়সী কাইনেরুগাবাকে বড় রদবদলের মধ্য দিয়ে পদোন্নতি দেওয়া হয়।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, জেনারেল কাইনেরুগাবার এই পদোন্নতির প্রতিক্রিয়াটি দেশটিতে উদ্বেগের জন্ম দিয়েছে। বিরোধী আইনপ্রণেতা ইব্রাহিম সেমুজ্জু এনগান্ডা বলেছে, প্রেসিডেন্ট সে তার পরিবারের ব্যক্তিগত বিষয় হিসাবে বিবেচনা করছেন। পারিবারিক রাজবংশ দেশে তৈরি করার চেষ্টা করছেন তিনি।
এই নিয়োগের নিন্দা করে ইব্রাহিম সেমুজ্জু এনগান্ডা বলেছেন, উগান্ডাবাসীদের এই ‘পারিবারিক রাজবংশের’ বিরোধিতা করা দরকার।
প্রেসিডেন্টটের বিরুদ্ধে ২০২১ সালের নির্বাচনের পর বিরোধী দলের নেতারা তার ছেলে এবং অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে নির্যাতন ও অপহরণের অভিযোগ এনেছিল। তবে ঐ সময় প্রেসিডেন্টর মুখপাত্র এই সব দাবিগুলো অস্বীকার করেছেন এবং বলেছেন, প্রেসিডেন্টটের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা ‘ভুল তথ্য ছড়াচ্ছে’।
এছাড়া প্রেসিডেন্টটের ছেলে জেনারেল কাইনেরুগাবা জানিয়েছে, ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। যদিও পরে মুছে ফেলা হয় তাঁর এক্সে দেওয়া ওই পোস্টটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post