পবিত্র রমজানের শুরু থেকে সারাদেশের ন্যায় বগুড়ার আদমদীঘিতেও তরমুজের দাম ছিল চড়া। দাম এতোটাই বেশি ছিল যে, নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্তরাও তরমুজ কেনা থেকে দূরে ছিলেন।
কিন্তু কয়েকদিনের ব্যবধানে সেই তরমুজের দাম নেমে এসেছে অর্ধেকে। তবুও কিনছে না কেউ।
সান্তাহার স্টেশন রেলগেট এলাকায় তরমুজ ফলের দোকান ঘুরে দেখা যায়, তরমুজের দোকানগুলোতে ভিড় নেই ক্রেতাদের। দোকানিরা অলস সময় পার করছেন। রমজান ও দাবদাহের কারণে কিছুদিন আগেও তরমুজ প্রতি কেজিতে বিক্রি হয়েছে ৮০ টাকায়। আর এখন তা ৪০ টাকায়ও নিতে চাচ্ছেন না ক্রেতারা।
সান্তাহার রেলগেট এলাকার তরমুজ বিক্রেতা জিল্লুর রহমান বলেন, গত কয়েক দিন ধরে ফলটির দাম কমেছে। আমদানি বেশি হওয়ায় এর দাম কমেছে। বেচাকেনা বেশি না থাকায় দামটা পাওয়া যাচ্ছে না। আমদানি বেশি হলে দাম আরও কমবে বলেও জানান এ বিক্রেতা।
সান্তাহার রেলগেট থেকে তরমুজ কিনতে আসা মিজান নামের এক ক্রেতা বলেন, কিছুদিন আগেও তরমুজের দাম দ্বিগুন ছিল। তবে তরমুজ কেউ কিনছে না দেখে দাম কমেছে।
এদিকে, রোকনুজ্জামান নামের আরো এক ক্রেতা বলেন, অপরিপক্ক তরমুজে ছেয়ে গেছে পুরো বাজার। যার কারণে তরমুজ কেনার আগ্রহ হারিয়েছে ক্রেতারা। তরমুজের দাম কমায় তরমুজ কিনতে এসেছিলাম। তবে তরমুজ তেমন একটা ভালো না হওয়ায় না কিনেই চলে যাচ্ছি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post