ইমাম ও মুয়াজ্জিনদের বেতন বাড়ানোর বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।
দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের বেতন বাড়ানোর এই নির্দেশ দিয়েছে।
শেখ হামদান বিন মোহাম্মদের এই নির্দেশনার জন্য যেসব ইমাম ও মুয়াজ্জিনসহ দুবাইয়ে ইসলাম বিষয়ক কর্তব্যরত সকলের বেতন বৃদ্ধি পাবে। দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের বেতন বাড়ানোর নির্দেশ দিয়েছে।
আমাদের এই সমাজে ইমামদের আলাদা মর্যাদা রয়েছে। ইমামরা ইসলাম ধর্ম বিষয়ক জ্ঞান রপ্ত করেন। নামাজ পড়ানোর পাশাপাশি সেগুলো মানুষের মাঝে প্রচারও করেন।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আরব আমিরাতে অসংখ্য মসজিদ রয়েছে। দুবাইও সেখান থেকে ব্যতিক্রম নয়। প্রতিদিন দুবাইয়ের মসজিদগুলোতে হাজার হাজার মানুষ নামাজ পড়ে থাকেন।
বিশ্বের যত দৃষ্টিনন্দন মসজিদ রয়েছে সেগুলোর বেশিরভাগই আরব আমিরাতে অবস্থিত। আবুধাবির শেখ জায়েদ মসজিদ এরমধ্যে অন্যতম। যা গ্র্যান্ড মসজিদ নামেও পরিচিত। এই মসজিদটি দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ আসে। ৩০ একর জায়গার ওপর নির্মিত সাদা রঙের এ দৃষ্টিনন্দন মসজিদটি আবুধাবিতে অবস্থিত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post