ওমানে ‘অবৈধ’ হয়ে পড়া প্রবাসীদের কোনো ধরণের জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরার সুযোগ দিয়েছে দেশটির সরকার। সেই প্রেক্ষিতে গত ১৫ নভেম্বর থেকে বহুল প্রত্যাশীত আউটপাশের জন্য নিবন্ধন শুরু হয়েছে।
এবার প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় আউটপাশ সংক্রান্ত সেবা পৌঁছে দিবে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সোমবার (১৬ নভেম্বর) দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ হুমায়ন কবির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুনঃ ওমান আউটপাশঃ যেভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন
মাস্কাটের বাংলাদেশ দূতাবাসের টিম আগামী ২০ ও ২১ নভেম্বর হোটেল ইউনাইটেড ড্রিমস-১২ (আকিল মসজিদের পাশে) প্রবাসীদের আউটপাশ সংক্রান্ত সেবা প্রদান করবে। আউটপাশ নিয়ে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের সেবা গ্রহণের আহ্বান জানিয়েছে দূতাবাস।
প্রসঙ্গত, প্রবাসীদের সাধারণ ক্ষমার আওতায় ১৫ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যে সকল প্রবাসীরা ওমান ত্যাগ করবে তাদের কোন প্রকার জরিমানা গুনতে হবেনা। এছাড়া এই সময়ে প্রবাসী কর্মীদের নিয়োগ কর্তারা সমস্ত ফি ও জরিমানা থেকেও রেহাই পাবে।
শিগগিরই বাংলাদেশসহ ৩৪ দেশে ফ্লাইট চালু করতে যাচ্ছে কুয়েত
করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধের পর অবশেষে খুব শিগগিরই চালু হতে যাচ্ছে কুয়েতের সাথে বাংলাদেশের বিমান চলাচল। এখন শুধুমাত্র কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই বাংলাদেশসহ ৩৪টি দেশের সঙ্গে পুনরায় সরাসরি বিমান চলাচল শুরু হবে। মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে ২৪ ঘণ্টা কাজ পরিচালনা করবেন বলে জানিয়েছেন কুয়েত বিমান বন্দর কর্তৃপক্ষ।
আরো পড়ুনঃ ওমানে এক প্রবাসীর যাবজ্জীবন কারাদণ্ড
স্বাস্থ্য মন্ত্রণালয়ের গ্রিন সিগনাল পেলেই বাংলাদেশসহ ৩৪টি দেশের সাথে বিমান চলাচল এখন শুধু সময়ের ব্যাপার বলে জানিয়েছে বিমান বন্দর কর্তৃপক্ষ। কুয়েত প্রবাসী শ্রমিকরা মনে করেন, করোনা কালীন সময়ে বন্ধ হওয়া বিমান চালু হলে তারা আবারো তাদের কর্মস্থলে ফিরে আসতে পারবেন। বাংলাদেশ সরকার ও দূতাবাস যেন কুয়েত সরকারের কূটনৈতিক সমঝোতার ভিত্তিতে প্রবাসীদের সমস্যা সমাধানে এগিয়ে আসেন, এমনটাই প্রত্যাশা করছেন কুয়েত প্রবাসীরা।
আরো দেখুন বুলেটিনে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post