আরও ৩৯ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়ার জোহর বাহরু ইমিগ্রেশন বিভাগ।
মঙ্গলবার জোহর বাহরু রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে তাদের সরাসরি কেএলআইএ আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। এসব বন্দিকে বিভিন্ন অপরাধের সাজা শেষে আকাশপথে তাদের নিজ খরচে দেশে ফেরত পাঠানো হয়েছে।
এই প্রত্যাবাসিত বন্দিদের ইমিগ্রেশনে কালো তালিকাভুক্ত করা হয়েছে এবং অপরাধের ওপর নির্ভর করে ৫ বছর বা চিরতরে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলেও জানা গেছে।
এদিকে চলতি মাসে কার্যকর করা অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির আওতায় নথিবিহীন আড়াই হাজার বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। গত ১লা মার্চ দেশটিতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়েছে। বুধবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বারনামার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সবমিলিয়ে কর্মসূচির আওতায় গত ২০ দিনে ১১ হাজার ৯৪৩ জন অবৈধ প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি আছেন ২ হাজার ৫৩০ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post