নোয়াখালীর চাটখিলে অণ্ডকোষ টিপে ওমান প্রবাসী স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ। নিহত প্রবাসী ইলিয়াছ হোসেন উপজেলার পরকোট ইউনিয়নের রামদেবপুর গ্রামের মোহাম্মদ উল্যার ছেলে।
এছাড়া পারিবারিক জীবনে সে ২ সন্তানের জনক ছিল। শুক্রবার ( ২২ মার্চ) জুমার পর দুপুর আড়াইটার দিকে নিজের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি ওমান থেকে দেশে আসেন ইলিয়াছ। ছুটি শেষে রোজার ঈদের পরে পুনরায় তার ওমান চলে যাওয়ার কথা ছিল। সাত বছর আগে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। বউয়ের কারণে সে ভাইদের সাথে তেমন কথাবার্তা বলতে পারত না।
শুক্রবার ( ২২ মার্চ) জুমার নামাজ পড়ে বড় ভাই আব্দুল মতিনের সাথে বাড়িতে ফিরেন। এ নিয়ে ঘরে ঢুকলে বউয়ের সাথে ইলিয়াছের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে স্ত্রী স্বামীর অণ্ডকোষ টিপে ধরলে অজ্ঞান হয়ে যায় সে। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। নিহতের বড় ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছে। শনিবার ( ২৩ মার্চ) সকালে ওই মামলায় গৃহবধূকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post