ধীরে ধীরে বাংলাদেশিদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠছে একসময়কার প্রিয় গন্তব্য সৌদি আরব। প্রায় প্রতিদিনই সৌদি থেকে বিতাড়িত হয়ে প্রবাসী শ্রমিকরা বাংলাদেশে ফিরছেন। পরিসংখ্যান বলছে, ২০২২ সালে প্রায় ৭০ হাজার বাংলাদেশি শ্রমিককে বিতাড়িত করেছে সৌদি। তাদের বেশির ভাগেরই সেখানে বসবাস এবং কাজ করার অনুমতি ছিল না।
ভয়ঙ্কর সত্য হলো আজকাল শ্রমিকরা ক্ষুধার্ত শরীরে জখম নিয়ে নিঃস্ব অবস্থায় দেশে ফিরছেন ঠিকই, তবে তাঁদের হাতে বাসের টিকিট কেনার টাকাও থাকছেনা। বিশ্বে ১ কোটির বেশি বাংলাদেশি কাজ করলেও ৭৫ ভাগ শ্রমিক কাজ করে মধ্যপ্রাচ্যে। এর মধ্যে ২০ লাখের বেশি শ্রমিক আছেন সৌদি আরবে।
প্রতিদিনই দেশটি থেকে গড়ে ১০ থেকে ১২ জন প্রবাসীর মৃতদেহ আসছে বাংলাদেশে। সরকারের তথ্যমতে, গত ১৪ বছরে সৌদি আরবে কমপক্ষে ১৩ হাজার ৬৮৫ বাংলাদেশি কর্মী মারা গেছেন। এর মধ্যে ২০২২ সালেই মৃত্যু হয়েছে এক হাজার ৫০২ জনের। অর্থ্যাৎ প্রতিদিন গড়ে চারজনের বেশি বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে।
মূলত প্রচণ্ড গরম এবং কাজের অনুপযোগী পরিবেশের কারণে বাংলাদেশি শ্রমিকদের স্ট্রোকের ঘটনা বাড়ছে। তাছাড়া অমানবিক পরিশ্রমের কারণেও মৃত্যু বাড়ছে বলে মনে করেন অভিবাসন বিশেষজ্ঞরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post