মুসলিম উম্মাহর সবচেয়ে মহিমান্বিত রমজান মাসের রহমতের ১০ দিন শেষে শুরু হয়েছে মাগফেরাতের ১০ দিন।
আল্লাহর নৈকট্য লাভের আশায় ওমানের মাটিতে থাকা ধর্মপ্রাণ প্রবাসীরাও পুরো মাস সিয়াম সাধনা করেন। আর মাহে রমজান ঘিরে ওমানে প্রতি বছরই থাকে বাহারি ইফতারের আয়োজন।
দেশটির মাস্কাট, ইব্রি, সালালা, সোহারসহ প্রতিটি অঞ্চলে চলে প্রবাসীদের ইফতার উৎসব। মসজিদে দানবীর ওমানি এবং- ধনাঢ্য প্রবাসীদের তরফ থেকে আয়োজন করা হয় ইফতারের। ধনী-গরিব, ওমানি-প্রবাসী সবাই একসঙ্গে বসে সেই ইফতার করেন।
ওমানে স্থানীয়রা মূলত মরুর ঐতিহ্যবাহী বিভিন্ন পদ দিয়ে ইফতার করেন, আর বাংলাদেশিদের জন্য মসজিদে থাকে প্রায় বাঙালি ভাবাপন্ন ছোলামুড়ি, জিলাপি কিংবা বিরিয়ানি। সাথে অবশ্য তরমুজ, কলা, আপেল, আঙুর, কমলাসহ নানা রকম ফলেও আতিথেয়তা পান প্রবাসীরা।
যদিও এতসব আপ্যায়ন উৎসবের ভিড়ে ওমানে থাকা বাংলাদেশিদের মন পড়ে থাকে পরিবারের কাছেই। যত যাই হোক আপনজন ছেড়ে দূর প্রবাসে রমজান ও ইফতার করাটা যে কত কষ্টের সেটা হয়তো একজন ওমান প্রবাসীই ভালো বলতে পারবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post