মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীর অভিযানে ১৯ জন বাংলাদেশিসহ মোট ১৩৭ জনকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ।
গতকাল শুক্রবার দেশটির জোহর বারু এলাকায় একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে এসব অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়। খবর- দ্য স্টার।
দেশটির অভিবাসন বিভাগ জোহর বারুর পরিচালক বাহারুদ্দিন তাহির জানিয়েছেন, গতকাল শুক্রবার (২২ মার্চ) স্থানীয় সময় ১২টা ৩৮ মিনিটের দিকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে জায়া পুত্র এলাকায় অভিযানটি চালানো হয়েছে। এই অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ১৩৭ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে কর্মকর্তা আরো বলেন, আটকদের মধ্যে ৯৮ জন ইন্দোনেশিয়া, ১৯ জন বাংলাদেশি, ১৬ জন মিয়ানমারের, দুই ভিয়েতনামি ও দুই পাকিস্তানি নাগরিক রয়েছেন। অবৈধ এই অভিবাসীদের মধ্যে ২০ জন নারী। আটকদের সবার বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post