২৮ বছরের টগবগে যুবক নূর কামাল তিনি পেশায় একজন ব্যবসায়ী ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তবে এলাকায় হাফেজ নূর কামাল হিসেবে পরিচিত সেই সঙ্গে তিনি মসজিদের ইমামও।
প্রায় ১৮ বছর ধরে বিনা পারিশ্রমিকে কক্সবাজারের টেকনাফে বিভিন্ন মসজিদে খতম তারাবি পড়াচ্ছেন তিনি। সুমিষ্ট সুর আর মধুর কোরআন তেলাওয়াতে এলাকার মানুষের মন জয় করে নিয়েছেন তিনি।
শুরুর দিকে হাফেজ নূর কামাল একইসঙ্গে রাজনীতি এবং মসজিদে ইমামতি নিয়ে প্রতিবন্ধকতার মুখে পড়লেও দমে যাননি তিনি। গত দেড় যুগ ধরে তার এমন কাজে স্থানীয়রা তো খুশিই, খুশি দলীয় নেতাকর্মীরাও।
ছাত্রলীগ নেতা হাফেজ নূর কামাল হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। ফুলের ডেইল এলাকার বাসিন্দা তিনি। এবার ১৮তম তারাবি নামাজের ইমামতি করছেন তিনি।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, ২০০৪ সালে কোরআনে হাফেজ হন তিনি। ওই বছরই ফুলের ডেইলের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম তারাবি নামাজ পড়ানো শুরু করেন। পরে ২০১৪ সালে হ্নীলা শাহমজিদিয়া ইসলামিয়া আলিম মাদরাসা থেকে দাখিল পাস করেন।
এরপর ভর্তি হন কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসায়। সেখান থেকে ২০১৬ সালে আলিম পাস করেন তিনি। এরই ধারাবাহিকতায় ২০২০ সালে ফাজিল পাস করেন। বর্তমানে উখিয়া কলেজের তিনি বাংলা বিভাগের স্নাতক চূড়ান্ত বর্ষের ছাত্র তিনি।
এদিকে স্থানীয়রা জানান, হাফেজ নূর কামাল পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতিতে জড়ান। ২০১০ সালে হ্নীলা শাহমজিদিয়া ইসলামিয়া আলিম মাদরাসা শাখা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ২০১৮ সালে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরের বছর হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন তিনি। এরপর থেকে তিনিই ইউনিয়ন ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছেন।
এই বিষয়ে কথা হয় হাফেজ নূর কামালের সঙ্গে। আলাপচারিতায় তিনি জানান, পড়াশোনার পাশাপাশি আমি রাজনীতি করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির দীর্ঘ দিনের কাঙ্ক্ষিত স্বাধীনতা এনে দিয়েছেন।
যার তর্জনীর ইশারায় মুক্তিপাগল মানুষ সমুদ্রের মতো জেগে উঠেছিল। ছিনিয়ে এনেছিল এ দেশ, এ স্বাধীনতা, একটি স্বাধীন মানচিত্র। তার আদর্শ বুকে লালন করে ছাত্রলীগ করি। আমার শুরুর দিকটা বিভিন্ন প্রতিবন্ধকতার মুখ দিয়ে পাড় হতে হয়েছে। এর পরও সব চ্যালেঞ্জ পার করে এগিয়ে যাচ্ছি।
টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্না বলেন, নূর কামাল ছাত্রলীগের নিবেদিত প্রাণ। টেকনাফ উপজেলা ছাত্রলীগের দুঃসময়ের কর্মী। তার ওপর আস্থা ছিল বিধায় আমরা তাকে ইউনিয়ন ছাত্রলীগের দায়িত্ব দিয়েছি। যারা নবীন ছাত্রলীগ আছেন আমি মনে করি নূর কামালকে অনুসরণ করা দরকার। আমাদের সহযোদ্ধা ১৮ বছর ধরে বিনা বেতনে তারাবির নামাজ পড়াচ্ছেন।
এদিকে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, হাফেজ নূর কামাল মাদরাসার ছাত্র হলেও সে ছোটবেলা থেকে ছাত্রলীগ করছে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন অনুষ্ঠানে প্রথম সারিতে থাকতো, পাশাপাশি তার সুমিষ্ট সুর আর মধুর কোরআন তেলাওয়াতে মানুষের মন জয় করেছে স্থানীয়দের। রোজা আসলে কোন পারিশ্রমিক ছাড়াই তিনি তারাবি নামাজ পড়ান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post