ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে। মদ নীতি কেলেঙ্কারির অভিযোগে তাকে গ্রেফতার করেছে দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভারতের লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে এই ঘটনা ঘটলো।
ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়ালকে গ্রেফতার করা হল। তার রাজনৈতিক দল আম আদমি পার্টি জানিয়েছে, গ্রেফতার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন।
এর আগে, মদ নীতি মামলায় সার্চ ওয়ারেন্ট নিয়ে জিজ্ঞাসাবাদ করতে গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যায় কেজরিওয়ালের বাসভবনে অভিযান চালায় ভারতের কেন্দ্রীয় সংস্থা (ইডি)। সেখান থেকেই এএপি প্রধানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়ার দিনে দিল্লি হাইকোর্টে একটি আবেদন করেছিলেন কেজরিওয়াল। আবগারি মামলায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিতে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন আদালত। এরপরই অভিযান চালাল ইডি।
এর আগে, মদ নীতি মামলায় দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও এএপি সাংসদ সঞ্জয় সিংহকে গ্রেফতার করেছে ইডি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post