মালয়েশিয়ায় অবৈধ শ্রমিক নিয়োগ দেয়ার অপরাধের অভিযোগে ৫৯ নিয়োগকর্তাকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। মালয়েশিয়ার নেগেরি সেমবিলানের অভিবাসন বিভাগ (জেআইএম) সূত্রে জানা গেছে, গত বছর অভিবাসন বিভাগের পরিচালিত অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
গত বুধবার (২০ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানান দেশটির নেগেরি সেমবিলান অভিবাসন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং।
এদিকে, অভিবাসন বিভাগের রেকর্ডে নিয়োগকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারের একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে যার মধ্যে ২০২১ সালে মাত্র ১৭ জন নিয়োগকর্তা ছিলেন। ২০২২ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। ২০২৪ সালে এই সংখ্যা দিগুণ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
কেনিথ তান বলেন, নিয়োগকর্তা যেসব ভুল করেছেন তার মধ্যে রয়েছে বিনা অনুমতিতে বিদেশি অভিবাসীদের সুরক্ষা (পিএটিআই), অবৈধ বিদেশি শ্রমিক নিয়োগ এবং সেসব শ্রমিকদের কোম্পানির প্রাঙ্গণে থাকতে দেয়া। যার মধ্যে রাজ্যের অপরিহার্য ‘হটস্পট’ হিসেবে ৫টি অঞ্চলকে চিহ্নিত করা হয়েছে। সেগুলো সেরেম্বান এবং নিলাই জেলায়।
এদিকে, অভিবাসন বিভাগের রেকর্ড অনুযায়ী চলতি বছরের প্রথম দুই মাসে ১৫৫টি এলাকায় অভিযানে প্রায় ৩ হাজার ১৩৮ জন বিদেশি শ্রমিককে তল্লাশি করা হয়, যার মধ্যে প্রায় ৪৭৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৪১৬ জনই সেরেম্বানের বিভিন্ন কারখানায় আটক হয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post