অবৈধ পথে ওমান থেকে ইতালি, গ্রিসসহ অন্যান্য ইউরোপের দেশে পৌঁছে দেয়ার ব্যবসায় নেমেছে একটি চক্র। আর পাচার বন্ধে সতর্ক অবস্থান নিয়েছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও।
বৃহস্পতিবার (২১ মার্চ) উত্তর আল বাতিনায় অভিযান চালিয়ে এমন ২২ প্রবাসীকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড পুলিশ। তারা অবৈধভাবে নৌকায় করে ওমান ছাড়ার চেষ্টা করছিলেন।
দীর্ঘদিন ধরে অনলাইনে সহজ সরল প্রবাসীকে ফাঁদে ফেলে অবৈধ পথে ইউরোপের দেশে নেয়ার রমরমা ব্যবসা চালাচ্ছে পাচারকারীরা। এসব অপরাধীদের শনাক্তে এবার মাঠে নেমেছে পুলিশের সাইবার ইউনিট। ইতোমধ্যে বেশ কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ নজড়ে এনেছে তারা।
ওমানে কাজ না পেয়ে বেকার থাকা প্রবাসীরা আশঙ্কাজনকহারে উন্নত দেশগুলোয় অভিবাসনের চেষ্টা চালাচ্ছেন। তবে নৌকায় সাগর পাড়ি দিতে গিয়ে ধরা পড়ছেন পুলিশের হাতে।
এর আগেও পাচারের দায়ে যুক্ত দালালদের আটক করার কথা জানায় আল বাতিনাহ কোস্ট গার্ড পুলিশ। অনুসন্ধানে দেখা যায়, প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ফেজবুক গ্রুপেও চটকদার সব বিজ্ঞাপন ছড়িয়ে দিচ্ছে একটি চক্র।
তারা বেকার প্রবাসীদের টার্গেট করে ফাঁদ ফেলছে। যে ফাঁদে পা দিয়ে বহু প্রবাসী প্রতারিত হয়েছেন। এ ধরণের স্প্যামার বা দালালদের থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রয়্যাল ওমান পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post