বহুল প্রতীক্ষিত ২০২৪ সালের স্পন্সর ভিসায় আবেদনের ক্লিক ডে শুরু করেছে ইতালি। সোমবার সকাল ৯টা থেকে শুরু হয় আবেদন প্রক্রিয়া। বাংলাদেশের হাজার হাজার তরুণ ক্লিক ডে-তে আবেদন করেছেন।
এরমধ্যে ২১ মার্চ সকাল ৯ টায় ছিলো বাসাবাড়িতে কাজের জন্য ডমেস্টিক স্পন্সরের ক্লিক ডে। আর আগামী ২৫ মার্চ সকাল ৯ টায় শুরু হবে কৃষি বা সিজনাল স্পন্সরের ক্লিক ডে।
বর্তমান মেলোনি সরকার ২০২৫ সালের মধ্যে মোট চার লাখ ৫২ হাজার বিদেশি শ্রমিক আনার পরিকল্পনা গ্রহণ করেছে। যার মধ্যে ২০২৪ সালের কোটা নির্ধারিত হয় ১ লাখ ৫১ হাজার। নিয়মানুসারে, ২০২৪ সালের জন্য প্রথম ক্লিক ডে নির্ধারণ করা হয় ১৮ মার্চ। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হয়।
প্রতিটি ক্লিক ডে’র জন্য অপেক্ষায় থাকেন লাখ লাখ তরুণ। তাই দিনটি হয়ে ওঠে অনেক তরুণের স্বপ্ন পূরণের ক্ষণ। এর আগেও স্পন্সর ভিসার মাধ্যমে ইতালিতে স্থায়ী হওয়ার সুযোগ পেয়েছেন হাজারও বাংলাদেশি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post