কৃষি খাতে উৎপাদনশীলতা বাড়াতে কৃষক পর্যায়ে উন্নত জাতের বীজ সহজলভ্য করার পাশাপাশি উচ্চফলনশীল ও জলবায়ুসহিষ্ণু জাতের খাদ্যপণ্য উদ্ভাবনের প্রক্রিয়া জোরদারে গুরুত্ব দিয়েছেন এই খাতের ব্যবসায়ী নেতা ও বিশ্লেষকেরা। একই সঙ্গে তাঁরা আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, বিশেষায়িত হিমাগার স্থাপন, সরবরাহব্যবস্থার উন্নয়ন ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে জোর দেন।
এফবিসিসিআইয়ের ঢাকার মতিঝিলের কার্যালয়ে বুধবার (২০ মার্চ) অ্যাগ্রিকালচার, অ্যাগ্রো প্রসেসিং অ্যান্ড অ্যাগ্রো-বেজ ইন্ডাস্ট্রিজ–সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে ব্যবসায়ী নেতা ও বিশ্লেষকেরা নিজেদের অভিমত তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম। এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মাহবুবুল আলম বলেন, ‘দেশে কৃষির বিকাশে সবচেয়ে জরুরি হলো, গুণগত মান ও উন্নত জাতের বীজ উদ্ভাবন। বীজের মান উন্নয়নে আমাদের গবেষণায় জোর দিতে হবে। সেই সঙ্গে প্রযুক্তির ব্যবহারে বেশি মনোযোগী হওয়ার দরকার। কারণ, কৃষিতে প্রযুক্তি যত উন্নত হবে, উৎপাদনশীলতা তত বাড়বে। উৎপাদন থেকে বাজারজাতকরণের বিভিন্ন ধাপে কৃষিপণ্যের অপচয় রোধে সারা দেশে কুল-চেইন নেটওয়ার্ক গড়ে তুলতে হবে।’
কৃষকদের ছোট করে না দেখতে সবার মানসিকতায় পরিবর্তন আনার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, কৃষকদের জন্য পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে। তাঁদের স্বার্থ সংরক্ষণে নীতিমালারও বাস্তবায়ন করতে হবে।
ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা ও ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনায় রেখে কৃষিজমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ ও উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর জোর দেন এফবিসিসিআইয়ের এই স্থায়ী কমিটির চেয়ারম্যান ও প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী।
তিনি বলেন, গতানুগতিক ফসলের পাশাপাশি হর্টিকালচার, ফিশারিজ, লাইভ স্টক, পোলট্রিসহ ডাল ও তেলবীজ জাতীয় শস্যের উৎপাদন বৃদ্ধিতে নজর দিতে হবে।
কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি ও কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করতে দেশে একটি শস্য ক্যালেন্ডার তৈরি করা জরুরি বলে জানান এফবিসিসিআইয়ের প্যানেল উপদেষ্টা শাইখ সিরাজ। এ ছাড়া তিনি কৃষকদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কৃষক সমিতি গঠনের পরামর্শ দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আমিন হেলালি, সহসভাপতি মো. মুনির হোসেন, পরিচালক মোহাম্মদ ইসহাকুল হোসেন প্রমুখ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post