এক নারী সাংবাদিককে ধর্ষণ করেছে আর্জেন্টিনার চার ফুটবলার। আর্জেন্টিনার পুলিশ চার ফুটবলারকে ধর্ষণের অভিযোগে আটক করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন এক ফুটবলার।
ওই চার ফুটবলার আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশন ফুটবল ক্লাব ভেলেজ সার্সফিল্ডের হয়ে খেলেন। সোমবার (১৮ মার্চ) পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের চারজনকে আটক করেছে।
অভিযুক্তরা হলেন- উরুগুয়ের গোলকিপার সেবাস্টিয়ান সোসা (৩৭), আর্জেন্টিনার ডিফেন্ডার ব্রাইয়ান কুফরে (২৭), প্যারাগুয়ের মিডফিল্ডার হোসে ফ্লোরেনটিন (২৭) এবং আর্জেন্টিনার স্ট্রাইকার আবিয়েল ওসোরিয়ো (২১)।
পুলিশ বলেছে, ৪৮ ঘণ্টার জন্য তাদের আটক করা হয়েছে। তারপর আদালতে নেয়া হবে তাদের। বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। এই ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করেছে।
অভিযোগকারী এক নারী সাংবাদিক।
তিনি পুলিশকে বলেন, উত্তর আর্জেন্টিনায় ভেলেজের সাথে ২ মার্চ অ্যাটলেটিকো টুকুমেনের একটি খেলা ছিল। সেবাস্টিয়ান সোসা গোলশূন্য ওই ম্যাচ শেষে তাকে নিজের ঘরে ডাকেন। সেখানে অপেক্ষা করছিলেন বাকি তিন ফুটবলার। তারা সকলে মিলে মদপান করেন। এই নারী সাংবাদিকও কিছুটা মদপান করে বিছানায় শুয়ে পড়েছিলেন। তখন তাকে ধর্ষণ করেছে বলে জানান অভিযোগকারী।
ওই চার ফুটবলারকেই নিষিদ্ধ করেছে আর্জেন্টিনার ক্লাব ভেলেজ। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই অভিযোগ অস্বীকার করেন গোলকিপার সোসা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post