বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর পর প্রথমবারের মতো একদিনে ১০ হাজারের বেশি মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এদিকে বিশ্বের বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলেও করোনা নিয়ন্ত্রণে বিশ্বকে চমক দেখাতে যাচ্ছে ওমান।
ইতিমধ্যেই নিয়ন্ত্রণের দ্বারপ্রান্তে দেশটির করোনা মহামারী। আজ ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ২৫৬ জন, যা গতকালের তুলনায় ৪৬ জন কম। দেশটিতে গত এক সপ্তাহ যাবত প্রতিদিনই কমছে আক্রান্ত রোগীর সংখ্যা এবং বাড়ছে সুস্থ রোগীর সংখ্যা।
আরো পড়ুনঃ বাংলাদেশে প্রবেশে নতুন নির্দেশনা জারি
দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৩৭৫ জন এবং সর্বমোট সুস্থ রোগীর সংখ্যা ১ লাখ ১০ হাজার ৫০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ রোগীর সংখ্যা ৪১৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন মারা গেছেন ৫ জন এবং এখন পর্যন্ত সর্বমোট মৃতের সংখ্যা ১ হাজার ৩২৬ জন।
বৃহস্পতিবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ইতিমধ্যেই চলতি মাসে ৩৩ শতাংশের বেশি কমেছে ওমানের বিভিন্ন হাসপাতালে নিবিড় পরিচর্যা ইউনিটে করোনা রোগীদের সংখ্যা। করোনার কারণে গত ৪ অক্টোবর দেশের বিভিন্ন হাসপাতালের আইসিইউতে মোট রোগীর সংখ্যা ছিলো ২১০ জন। একমাসে প্রায় ৩৩ শতাংশের বেশি কমেছে।
জনগণের মধ্যে সচেতনতা তৈরি হওয়ায় এবং ওমান সুরকারের কঠোর পদক্ষেপের কারণে দেশটিতে করোনাভাইরাসের প্রসার দ্রুত কমেছে বলে ধারণা করছেন দেশটির বিশেষজ্ঞরা। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওমানের সকল নাগরিক ও প্রবাসীদের সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরো পড়ুনঃ আউটপাশের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে ওমানের শ্রম মন্ত্রণালয়
এদিকে গতকাল বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর পর প্রথমবারের মতো একদিনে ১০ হাজারের বেশি মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটেছে। যা মহামারী শুরুর পরথেকে এখন পর্যন্ত সর্বোচ্চ। পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী গতকাল বুধবার বিশ্বব্যাপী ১০ হাজার ১৮৪ জন প্রাণ হারিয়েছেন।
এ নিয়ে মহামারিতে মৃতের সংখ্যা ১২ লাখ ৮৯ হাজারের বেশি। আর এ ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় সোয়া ৫ কোটি মানুষ। এছাড়া গতকাল বুধবার ৬ লাখের বেশি মানুষের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। গত এক সপ্তাহে চারবার একদিনে ৬ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়।
আরো দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post