ওমান প্রবাসীদের বহুল প্রত্যাশিত আউটপাশের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ওমানে বসবাসরত যে সকল প্রবাসীরা এই বছরের শেষের দিকে দেশ ছাড়ার পরিকল্পনা করছে, তাদের কাজের অনুমতি সম্পর্কিত সকল জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরত যেতে পারবেন।
ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, রয়্যাল ওমান পুলিশ (আরওপি) ও সুপ্রিম কমিটিসহ অন্যান্য প্রতিষ্ঠানের করোনা নিষেধাজ্ঞা অমান্য করার জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরত যেতে পারবে প্রবাসীরা।
সেইসাথে যেসব প্রবাসী আগামী ১৫ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ওমান ছেড়ে নিজ দেশে যাবেন, তাদের ওয়ার্ক পারমিটের সকল ফি ও জরিমানা থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
আরো পড়ুনঃ বাংলাদেশের রাষ্ট্রদূতের ভুয়ুসি প্রশংসা করলেন ওমানের উপ-প্রধানমন্ত্রী
বিবৃতিতে আরো বলা হয়েছে, “এটি প্রবাসী কর্মীদের জরিমানা ছাড়ের সুবিধার্থে সুপ্রিম কমিটি এই সিদ্ধান্ত নিয়েছেন। জরিমানা ছাড় পেতে হলে প্রবাসী কর্মীদের ভ্রমণের নথি, পিসিআর পরীক্ষা এবং বিমানের টিকিট যাচাইয়ের জন্য মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যালয়ে যেতে হবে।
সতর্কতামূলক সকল শর্ত মেনেই নিজ দেশে ফেরত যেতে পারবেন প্রবাসীরা। তবে যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের অবশ্যই ভ্রমণের আগে নিজেদের দূতাবাস থেকে পাসপোর্ট নবায়ন করতে হবে। অন্যথায় তারা ওমান ছাড়তে পারবেনা।
আরো পড়ুনঃ বাংলাদেশে প্রবেশে নতুন নির্দেশনা জারি
মন্ত্রণালয় আরো জানিয়েছে, “দেশ ছেড়ে চলে যাওয়ার পরে প্রবাসী কর্মীদের সর্বশেষ তথ্য জানাতে হবে সকল নিয়োগকর্তাদের।” যেসকল নিয়োগকর্তাদের কর্মীদের বিরুদ্ধে দাবি রয়েছে, তাদের অবশ্যই কর্মচারী দেশ ছাড়ার এক সপ্তাহ আগে তাদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে হবে।”
আরো দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post