সারাদেশ থেকে চুক্তিভিত্তিক হেলিকপ্টার নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রথম ধাপে নিম্নে উল্লেখিত থানা হতে ২ জন করে নিয়োগ দেওয়া হবে:
১, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া, বাঞ্ছারামপুর, নবীনগর, নাসির নগর, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর থানা।
২, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, মুরাদনগর, নাঙ্গলকোট, কুমিল্লা সদর উত্তর, সদর দক্ষিণ, মেঘনা, মনহরগঞ্জ ও লালমাই থানা।
৩, নরসিংদী জেলার পলাশ, রায়পুরা ও শিবপুর থানা।
৪, শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ, ডামুড্যা, গোসাইরহাট ও সখিপুর থানা।
৫, টাঙ্গাইল জেলার গোপালপুর, বাসাইল, দেলদুয়ার, ঘাটাইল, নগরপুর, সখিপুর ও সদর থানা।
৬, নারায়ণগঞ্জ জেলার সদর, রুপগঞ্জ ও সোনারগাঁও থানা।
৭, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া, লৌহজং, সদর, সিরাজদিখান, শ্রীনগর ও টংগিবাড়ী থানা।
৮, ফেনী জেলার ছাগলনাইয়া, দাগনভূঞা, সোনাগাজী ও ফুলগাজী থানা।
৯, হবিগঞ্জ জেলার বাহুবল, আজমিরগঞ্জ, সদর, লাখাই ও নবীগঞ্জ থানা।
১০, মৌলভীবাজার জেলার বড়লেখা, শ্রীমঙ্গল, জুড়ি ও সদর থানা।
১১, ফরিদপুর জেলার চরভদ্রাসন, সদরপুর ও সালথা থানা।
১২, গাজীপুর জেলার কালিগঞ্জ, কাপাসিয়া, ও শ্রীপুর থানা।
১৪, লক্ষ্মীপুর জেলার সবগুলো থানা।
১৫, চাঁদপুর জেলার মতলব উত্তর ও দক্ষিণ, ফরিদগঞ্জ, হাইমচর, হাজীগঞ্জ ও কচুয়া থানা।
দায়িত্বসমূহ:
১, হেলিকপ্টার অবতরণ স্থানে নিরাপত্তার দায়িত্ব পালন করা।
২, হেলিকপ্টার ফ্লাই করার এক ঘন্টা পূর্বে অবতরণ স্থানের সার্বিক অবস্থা অপারেশন টিমকে অবগত করা।
৩, পাইলটের নিরাপত্তা ব্যবস্থা করা।
৪, যাত্রীদের সাথে মর্যাদাপূর্ণ আচরণ করে সুন্দরভাবে সেবা দেওয়া।
৫, মোবাইল দিয়ে ভিডিও করার যোগ্যতা থাকা।
৬, লম্বা ও সুঠামদেহের অধিকারী হতে হবে।
* আগ্রহী প্রার্থীকে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। (প্রবাস ফেরত ও স্কাউটদের জন্য অগ্রাধিকার থাকবে।)
* বয়স: ২৫ থেকে ৪০ বছর।
বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা আলোচনা সাপেক্ষ।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ মার্চ, ২০২৪ তারিখের মধ্যে নিচের লিংকে ফরম পূরণ করে সিভিসহ পাঠাতে হবে।
আবেদনের লিংক:
https://tinyurl.com/probashirhelicopter
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post