ওমানে ১২ বছরের কম বয়সী এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আল-মামারী।
তিনি ওমান টিভিতে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, মসজিদ খোলার গাইডলাইন অনুযায়ী ১২ বছরের কম এবং ৬৫ বছরের বেশি বয়সীদের মসজিদে প্রবেশ না করার জন্য বলা হয়েছে। কোনো মসজিদ যদি গাইডলাইন অনুসরণ না করে, তবে তা হবে জনগণের জীবন ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সিদ্ধান্ত।
আরো দেখুনঃ ওমানের আউটপাশ ঘোষণা
তিনি আরো বলেন, “মসজিদগুলো ফরজ নামাজ পড়ার জন্য খুলে দেওয়া হবে। পবিত্র কুরআন পরাসহ অন্যান্য কাজ বর্তমানে স্থগিত করা হয়েছে। মসজিদ পুনরায় খোলার ব্যাপারে সাম্প্রতিক সিদ্ধান্তে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, দেশে বড় মসজিদগুলো শুধুমাত্র খোলার অনুমতি পাবে।”
তিনি আরো বলেন,”সুপ্রিম কমিটি ধীরে ধীরে মসজিদ পুনরায় চালু করার চেষ্টা করছে। প্রথম পর্যায়ে প্রায় তিন হাজার মসজিদ খোলা হবে। যা ওমানের মোট মসজিদের প্রায় ৩০ শতাংশ।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post