সম্প্রতি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের মারণব্যধি ক্যান্সার ধরা পড়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।
তবে, চিকিৎসাধীন থাকা অবস্থায় রাজা চার্লসের মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ে রুশ গণমাধ্যমে। পরে অবশ্য মস্কোর ব্রিটিশ দূতাবাস একটি বিবৃতিতে রাজার বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করে।
সোমবার (১৮ মার্চ) ডেইলি মেইলের এক প্রতিবেদনে জনিয়েছে, সোমবার (১৮ মার্চ) রাশিয়ার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে রাজা তৃতীয় চার্লসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। রুশ সংবাদমাধ্যম স্পুটনিক এক প্রতিবেদনে বলে, ‘ ৭৫ বছর বয়সে মারা গেছেন গ্রেট ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস’।
এমনকি রাজার আকস্মিক মৃত্যু নিয়ে বাকিংহাম প্যালেসের দেয়া একটি ভুয়া বিবৃতিও ভাইরাল হয়।
এ ঘটনায় রাশিয়ায় অবস্থিত ব্রিটিশ দূতাবাস থেকে তাদের এক্স (সাবেক টুইটার) পোস্ট করে জানান, ‘রাজা তৃতীয় চার্লসের মৃত্যুর খবরটি সম্পূর্ণ্য ভুয়া।’
এদিকে অবশ্য রুশ সংবাদমাধ্যম স্পুটনিক আরও একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, রাজা তৃতীয় চার্লস আসলে মারা যাননি। ব্রিটিশ গণমাধ্যম বা রাজপরিবারের ওয়েবসাইটেও এ বিষয়ে কোনো তথ্য নেই।’
গত ৫ ফেব্রুয়ারি বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে বলেন, ক্যান্সার ধরা পড়েছে রাজা তৃতীয় চার্লসের। তার চিকিৎসা চলছে আশা করা যাচ্ছে দ্রুতই তিনি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post