আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইক্বরা-এর সভাপতি, মা’হাদুল কিরাত বাংলাদেশ-এর পরিচালক শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী অষ্টম বারের মতো মরক্কোর বাদশাহ মুহাম্মাদ (ষষ্ঠ) এর দাওয়াতে রাজপ্রাসাদে পবিত্র কোরআন তেলাওয়াতের জন্য রাজকীয় অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন। আজ মঙ্গলবার (১৯ মার্চ) মরক্কোর রাজধানী রাবাতের উদ্দেশে রওনা হবেন তিনি।
মরক্কোর রাজপ্রাসাদ ছাড়াও তিনি মরক্কোর বিভিন্ন ঐতিহাসিক মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত করবেন।
গেল ২০১৪ সাল থেকে তিনি প্রতি বছর পবিত্র রমজান মাসে মরক্কোর বাদশাহের অতিথি হয়ে মরক্কো সফর করেন। রমজান মাসে মরক্কোর বাদশাহ মুহাম্মাদ বিশ্বের বিভিন্ন দেশের স্কলারদের রাজপ্রাসাদে দাওয়াত করে ঐতিহাসিক এই অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।
প্রসঙ্গত, ক্বারী আহমাদ ইউসুফ আযহারী বাংলাদেশে বিশুদ্ধ তেলাওয়াত ও কেরাতের রূপকার এবং ঐতিহাসিক ছয় দফা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক কারী মুহাম্মাদ ইউসুফের বড় পুত্র।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post