ওমানে দিনদিন উন্নতির দিকে করোনা পরিস্থিতি। নিয়ন্ত্রণের দ্বারপ্রান্তে দেশটির করোনা মহামারী। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ইতিমধ্যেই চলতি মাসে ৩৩ শতাংশ কমেছে ওমানের বিভিন্ন হাসপাতালে নিবিড় পরিচর্যা ইউনিটে করোনা রোগীদের সংখ্যা। করোনার কারণে গত ৪ অক্টোবর দেশের বিভিন্ন হাসপাতালের আইসিইউতে মোট রোগীর সংখ্যা ছিলো ২১০ জন।
একমাসে প্রায় ৩৩ শতাংশ বা ৭৫ জন কমেছে সেই রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫ জনে। বর্তমানে ওমানে করোনা রোগীর সংখ্যা এক লাখ ১৮ হাজার ৮৮৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এক লাখ ৯ হাজার ৩৩০ জন বা ৯২ শতাংশ এবং মারা গিয়েছেন এক হাজার ৩১৬ জন।
আরো পড়ুনঃ ওমানের রহস্যময় নগরী সাদ্দাতের বেহেস্ত
আজ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৩৮১ জন এবং মৃত ৬ জন। মন্ত্রণালয় আরো জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ২৮ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমান হাসপাতালে ভর্তি করোনা রোগীর মোট সংখ্যা ৩১৭ জন।
এদের মধ্যে ১৩৫ জন নিবিড় পরিচর্যা ইউনিটে(আইসিইউ) রয়েছেন। সেইসাথে গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ্য রোগীর সংখ্যা ৩৬২ জন। জনগণের মধ্যে সচেতনতা তৈরি হওয়ায় দেশে করোনাভাইরাসের প্রসার দ্রুত কমেছে বলে জানিয়েছেন মাস্কাট স্বাস্থ্যকেন্দ্রের ডাঃ জুহাইনা আল মুছাবিয়াহ।
দেশের স্কুলগুলিতে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপের উপর জোর দিয়েছে ওমান সরকার। ডাঃ জুহাইনা বলেন, এই সতর্কতা অবলম্বনের জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের শিক্ষিত করার গুরুত্বের উপরও জোর দিতে হবে। তিনি করোনা সংক্রামিত ব্যক্তিদের যত্ন নেওয়ার অনেকগুলি মডেল উপস্থাপন করেছেন।
উচ্চ তাপমাত্রায় উপস্থিত ব্যক্তিদের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভাইরাসের সাথে সম্পর্কিত অন্যান্য লক্ষণগুলিরও অন্তর্ভুক্ত রয়েছে এই মডেলে। তিনি বলেন, অভিভাবকদের সর্বদা তার সন্তানের স্কুলে উপস্থিতর বিষয়টি নিশ্চিত করতে হবে পাশাপাশি সন্তানদের করোনায় সকল ধরনের সতর্কতা অবলম্বন করার প্রতি জোর দিতে হবে।
আরো পড়ুনঃ মানব সেবার আড়ালে ওমানে কোটি টাকার জালিয়াতি
এদিকে বাংলাদেশে আজও বেড়েছে করোনায় আক্রান্ত, তবে কমেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১০৮ জন। এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬৯৯ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ২৩ হাজার ৬২০ জন করোনা রোগী।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৬৪৮ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪১ হাজার ৪১৬ জন।
আরো পড়ুনঃ ওমানের আউটপাশ ঘোষণা
এদিকে করোনাভাইরাসের দাপটে আবারও বিপর্যস্ত বিশ্বের অধিকাংশ দেশ। বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৫ কোটি ১২ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন সাড়ে ১২ লাখেরও বেশি। যুক্তরাষ্ট্রেই একদিনে আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ। মারা গেছেন প্রায় সাড়ে পাঁচশ। এ অবস্থায় আবারও বিধি নিষেধ আরোপ করেছে হাঙ্গেরি পর্তুগালসহ বিভিন্ন দেশ।
করোনা আক্রান্ত ও মৃতের দিক দিয়ে এখনো শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। প্রতিদিনই লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। মৃতের সংখ্যাও আবারও আশঙ্কাজনকহারে বাড়ছে। ইসরাইলেও বেড়েছে সংক্রমণ। কোভিড নাইন্টিন শনাক্তে বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে ফাস্ট ট্র্যাক কোভিড শনাক্তকরণ বুথ স্থাপন করা হয়েছে।
আরো দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post