মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদে ৪২টি বিরল কোরআন শরিফ প্রদর্শন করা হয়েছে। এসব কোরআনের মাধ্যমে ফুটে উঠেছে ইসলামিক ক্যালিগ্রাফি এবং অলঙ্করণের বিষয়টি।
প্রদর্শনী আয়োজন করেছে বাদশাহ আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি। রিয়াদের আল মুরাবা কোয়ার্টারে কোরআন শরিফগুলো রাখা হয়েছে।
প্রদর্শনীর উদ্বোধনীতে লাইব্রেরির সুপারভাইজার-জেনারেল আব্দুল রহমান বলেছেন, তাদের কাছে কোরআনের দুর্লভ কপি রয়েছে, যেগুলোর মধ্যে সোনা দিয়ে লেখা অক্ষরের কোরআন শরিফ রয়েছে।
এদিকে, গত ৪০ বছর ধরে বাদশাহ আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি ইসলামিক এবং আরব সংস্কৃতিগুলো সাধারণ মানুষের সামনে তুলে আনছে, যার মধ্যে রয়েছে বিরল ছবি, ক্ষুদ্র চিত্র এবং পুরনো পাণ্ডুলিপি। কোরআন ছাড়াও এই প্রদর্শনীতে এসে সাধারণ মানুষ আরবি কবিতা এবং অন্যান্য ক্যালিগ্রাফি দেখতে পারবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post