সোনার তৈরি বিভিন্ন জিনিস সংগ্রহের প্রবণতা বাড়ছে চীনের তরুণ প্রজন্মের মধ্যে। তাদের মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনাদানা (গোল্ড বিনস) কিনে রাখার প্রবণতা বাড়ছে। অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে খাওয়া বড়ির মতো সোনার এসব দানার ওজন এক গ্রাম করে।
সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, চীনে ১৯৯৬ সাল থেকে ২০১০ সালের মধ্যে যাদের জন্ম হয়েছে, সোনাদানা কিনে রাখার প্রচলন তাদের মধ্যে শুরু হয়েছে। স্থানীয় মুদ্রায় সোনাদানাগুলোর দাম ৪০০ থেকে ৬০০ ইউয়ান।
স্বর্ণে বিনিয়োগ করা নতুন ধারণা নয়। আদিকাল থেকেই সোনায় বিনিয়োগ করার প্রবণতা মানুষের মধ্যে রয়েছে। ঐতিহ্যগতভাবেই চীনে প্রবীণদের আগ্রহ বেশি সোনার প্রতি। সম্প্রতি নতুন প্রজন্মের মধ্যেও স্বর্ণের প্রতি আগ্রহ দেখা যাচ্ছে।
বিশেষজ্ঞরা জানিয়েছে, চীনের তরুণরা গোল্ড বিনস সহজলভ্যতা থাকায় এবং সোনার দাম নাগালের মধ্যে থাকায় দীর্ঘমেয়াদি এটি বিনিয়োগ হিসেবে কিনছেন।
হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টটের এক প্রতিবেদনে বলা হয়, তরুণ প্রজন্মের মধ্যে এক গ্রাম ওজনের সোনাদানার প্রতি আগ্রহ বেশি। তবে তরুণ মধ্যবিত্তদের মধ্যে বেশি আকর্ষণীয় ১০ থেকে ৫০ গ্রাম ওজনের সোনার বার।
অর্থনীতিবিদরা বলছেন, প্রচলিত বিনিয়োগব্যবস্থায় তরুণ প্রজন্মের ক্রমশ আস্থা কমছে। তাই তরুণ প্রজন্ম ছোট ছোট সোনাদানার প্রতি ঝুঁকছে।
চীনের সরকারি বরাত থেকে জানা যায়, বিগত ৬ বছরের তুলনায় গত বছরের ডিসেম্বরে সোনা ও রূপার গয়না বিক্রির পরিমাণ বেড়েছে। বিশ্লেষকেরা মনে করছেন, চীনের মানুষের মধ্যে আগামী বছরগুলোতে সোনার চাহিদা আরও বাড়বে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post