মালয়েশিয়ায় কেদাহ রাজ্যের কুলিমের হাইটেক শিল্প এলাকার একটি কারখানার সাড়ে তিন মিটার গভীর ট্যাংকে পড়ে এক বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তবে বাংলাদেশি ওই শ্রমিকের বিস্তারিত পরিচয় জানায়নি কর্তৃপক্ষ।
রোববার (১৭ মার্চ) এক বিবৃতিতে কুলিম হাইটেক ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের ফায়ার সুপারিনটেনডেন্ট আজমির হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার রাত ৯টার দিকে জরুরি একটি ফোন কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধার কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছে কর্মীরা ২৫ বছর বয়সী ওই বাংলাদেশি শ্রমিককে সাড়ে তিন মিটার গভীর একটি ট্যাংকে পড়ে থাকতে দেখেন। এরপর উদ্ধারকর্মীরা দড়ি ও স্ট্রেচার ব্যবহার করে ওই বাংলাদেশীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বাংলাদেশি ওই শ্রমিক পা ও কাঁধে গুরুতর আঘাত পেয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক। এছাড়া ওই কারখানার অন্য কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post